আজকাল ওয়েবডেস্ক: সৃজনশীলতা, সহযোগিতা এবং নতুন প্রজন্মের স্বপ্নের এক রঙিন উৎসব হিসেবে অনুষ্ঠিত হল সমাগম ২০২৪। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস বিভাগ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, হুগলির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ইন্টার স্কুল বসে আঁকো প্রতিযোগিতা এবং নৃত্যনাট্য ‘আলোর পথে’।

 

 

 

টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর শ্রী সত্যম রায়চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠানের প্রাণই হল সৃজনশীলতা। এমনকি নৃত্যের প্রতিটি ধাপে রয়েছে ছাত্রছাত্রীদের নিষ্ঠা’। মঞ্চে তরুণ শিল্পীদের সঙ্গীত, প্রাণবন্ত নৃত্যানুষ্ঠান এবং অভিনয়ের দক্ষতার মাধ্যমে তাঁদের স্বপ্ন ও অনুভূতি প্রকাশিত হয়। প্রতিটি পরিবেশনার মধ্যে ফুটে ওঠে সহমর্মিতা। তরুণ অভিনেতারা চরিত্রগুলিকে প্রাণবন্ত করে তোলেন অপূর্ব পরিপক্কতা এবং গভীরতায়। 

 

 

 

 

তাঁদের অসাধারণ প্রচেষ্টা শ্রোতাদের মন ছুঁয়ে যায় এবং দর্শকরা হাততালি দিয়ে শিল্পীদের উৎসাহ দেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সকল অংশগ্রহণকারীকে আন্তরিক শুভেচ্ছা জানান। টেকনো ইন্ডিয়া গ্রুপের ডঃ জনকী মুখার্জীর অভিজ্ঞ পরিচালনায় অনুষ্ঠানটি সবার জন্যই স্মরণীয় হয়ে ওঠে। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক দেবাশিস মণ্ডল, প্রদীপ্তা চ্যাটার্জী এবং দেবায়ন দত্ত।