আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুর ১২টা নাগাদ পূর্ব কলকাতা আনন্দপুর থানা এলাকায় একটি জনপ্রিয় পিকনিক স্পট ‘মৎস্যকন্যা’-য় ঘটে গেল এক রহস্যজনক ঘটনা। কলকাতা আনন্দপুর থানা এলাকার অন্তর্গত কো-অপারেটিভ সোসাইটির ভিতরে একটি গাছের ডাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। দুপুর প্রায় ১২টা নাগাদ স্থানীয়রা প্রথম মৃতদেহটি দেখতে পান। একটি দীর্ঘ গাছের ডালে প্রায় ৩০-৩৫ ফুট উচ্চতায় একটি গামছার সাহায্যে দেহটি ঝুলছিল। দেহটি সম্পূর্ণরূপে পচন ধরে গিয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে মৃত্যু কয়েক দিন আগেই হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে হত্যা করতে চেয়েছিল ইজরায়েলের মোসাদ, বেঁচে যান একটি দেশের জন্য
এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দিলে আনন্দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরপর মৃতদেহটি এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানাই ব্যক্তির বেশ কিছুদিন আগেই মৃত্যু ঘটেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা কেউই ওই ব্যক্তিকে চিনতে পারেননি। ফলে মৃতের পরিচয় এখনও অজ্ঞাত। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। তবে ব্যক্তির এই অস্বাভাবিক মৃত্যু হত্যা না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এটি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আনন্দপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (U.D Case No. 132/25) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত ও সুরতহাল (ইনকোয়েস্টের) রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: সঙ্গমে অক্ষম স্বামীর থেকে ৯০ লক্ষ টাকা খোরপোশ চাই, স্ত্রীর দাবি শুনে যা বললেন বিচারপতি...
পাশাপাশি, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় থানা ও আশপাশের এলাকায় নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে।
এই অদ্ভুত মৃত্যু রহস্য ঘিরে রীতিমতো প্রশ্ন উঠেছে— কে এই ব্যক্তি? কেন বা কীভাবে এই পিকনিক স্পটে এসে তাঁর মৃত্যু ঘটল? সবটাই তদন্ত করে দেখছে পুলিশ, তবে ময়নাতদন্তের পরেই পুরো বিষয়টা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
