আজকাল ওয়েবডেস্ক: সিঁদুর ও শাড়িতে অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিয়েছিলেন আগেই। এবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ফের একবার নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। আরও একবার তাঁর বলিষ্ঠ ফ্যাশন স্টেটমেন্টে ধরা দিল ভারতীয় ঐতিহ্য এবং দর্শন।
ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, এলোমেলো ঢেউ খেলানো চুল সঙ্গে চিরাচরিত হাসিতে কান-এ গৌরব গুপ্তার ডিজাইন করা পোশাকে সবাইকে মুগ্ধ করলেন ঐশ্বর্য। এদিন তাঁর পরনে ছিল একটি কর্সেটযুক্ত কালো গাউন, সঙ্গে মানানসই রুপোলি রঙের কেপ। আর এই কেপটিই সকলের নজর টানে। কারণ এই কেপের উপর লেখা ছিল ভগবত গীতার একটি সংস্কৃত শ্লোক।
কোন শ্লোকটি বেছে নিয়েছিলেন বচ্চন বধূ? কেপের রূপোলী সুতোয় লেখা ছিল, “কর্ম্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সংগোস্ত্বকর্মাণি।।” প্রসঙ্গত, বিখ্যাত এই শ্লোকটি স্বামী বিবেকানন্দও বহুবার ব্যবহার করেছেন। স্বামীজির ব্যাখ্যায়, “কর্ম করিবার জন্য মুক্তির সহজাত অনুরাগ ব্যতীত উদ্দেশ্যমূলক কোন প্রেরণার প্রয়োজন কি? সাধারণ উদ্দেশ্য বা অভিসন্ধির গণ্ডি অতিক্রম কর। কর্মেই তোমার অধিকার, ফলে নয়—‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।’ কর্মযোগী বলেন, মানুষ এ তত্ত্ব অবগত হইয়া অভ্যাস করিতে পারে। যখন লোকের উপকার করিবার ইচ্ছা তাহার মজ্জাগত হইয়া যাইবে, তখন আর তাহার বাহিরের কোন প্রেরণার প্রয়োজন থাকিবে না। লোকের উপকার কেন করিব?—ভাল লাগে বলিয়া। আর কোন প্রশ্ন করিও না। ভাল কাজ কর, কারণ ভাল কাজ করা ভাল।”
