আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের পড়ন্ত বেলায় পৌঁছে যাওয়ায় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে টেনে নামানোর চেষ্টা করছেন অনেকে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। 

অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে ব্যর্থ হন দুই তারকাই। পারথে রোহিত করেন ৮। কোহলি প্রথম দু'টি ম্যাচেই শূন্য রান করেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য রোহিত ৭৩ রান করেন। তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান তিনি। কোহলিও তৃতীয় ম্যাচে ৭৪ রানে অপরাজিত থেকে যান। 

আরও পড়ুন: টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাবর, কত নম্বরে নামবেন তারকা ব্যাটার? ...

ভারতের দুই তারকার হয়ে ব্যাট ধরেছেন এবিডি। তিনি বলেছেন, ''আমি জানি না মানুষ আসলে কী। আমি জানি না আমি তাদের মানুষ বলতে পারি কিনা। খেলোয়াড়রা তাদের কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আরশোলার মতো  গর্ত থেকে বেরিয়ে আসে। কেন? কেন এই সুন্দর ক্রিকেট খেলার জন্য জীবন উৎসর্গকারী খেলোয়াড়দের মধ্যে নেতিবাচক শক্তি ঢেলে দিতে চান? এটাই তাদের উদযাপনের সেরা সময়।'' 

গত কয়েকমাসে রোহিত ও বিরাট তীব্র সমালোচিত হন। আবার তাঁদের প্রশংসাও করেন অনেকে। ডিভিলিয়ার্স বলেন, ''ওরা গত কয়েক মাসে তীব্র সমালোচিত হয়েছে। সবাই প্রায় ওদের নীচে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কী কারণ তা আমি বলতে পারব না। তবে সবাই যে এমন করছেন তা নয়। একটা বৃহৎ অংশ ওদের কেরিয়ার উদযাপন করছে। ওদের কেরিয়ার উদযাপন করার এটাই সেরা সময়।'' 

এদিকে ডিভিলিয়ার্সের মতোই রোহিত ও বিরাটের পাশে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে থাকার পরামর্শ দিয়েছেন  ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিরাট কোহলি প্রসঙ্গে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য বলেন, ''বিরাট কোহলির যা ফিটনেস তাতে ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে। ২৫ বছরের ক্রিকেটারের মতো ফিটনেস কোহলির।'' 

শিষ্যের এমন ব্যাটিং তাণ্ডব দেখার পরে হিটম্যানের ছেলেবেলার কোচ দীনেশ লাড জানান, রোহিত ২০২৭ বিশ্বকাপের অবসর নেবেন। 

অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে দিনের শেষে রোহিত অপরাজিত থেকে যান ১২১ রানে। তাঁকে যোগ্য সঙ্গত করেন দীর্ঘদিনের বন্ধু বিরটা কোহলি। এটাই হয়তো দুই তারকা ব্যাটারের শেষ অস্ট্রেলিয়া সফর। 

আরও পড়ুন: গুজরাটের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় বাংলা, শেষদিন জয় আসবে?‌