আজকাল ওয়েবডেস্ক: চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার। কলকাতা নাইট রাইডার্সের তরফে সরকারি ভাবে এখনও ঘোষণা না হলেও এমনটাই খবর শোনা যাচ্ছে। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার।

গত আইপিএল মরশুম চলাকালীন ভারতীয় দল ছাড়েন তিনি। তারপর মরশুমের মাঝপথেই যোগ দেন কেকেআর শিবিরে সহকারী কোচ হয়ে। তবে এবার শোনা যাচ্ছে, আগামী মরশুমে দলের হেড কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় নিয়োগ করা হচ্ছে তাঁকে। গত কয়েক মাসে একাধিক বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন অভিষেক নায়ার। ভারতীয় দলে গম্ভীর কোচ হয়ে আসার পর জায়গা পেয়েছেন অভিষেক, তারপর কেকেআর শিবিরে যোগ দিয়েছেন।

আইপিএল শেষের পর দীর্ঘ সময় রোহিত শর্মার সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে, সেটা জিম সেশন হোক কিংবা নেট সেশন। বলা যেতে পারে, অভিষেক নায়ার বর্তমানে ক্রিকেট জগতে অনুপ্রেরণাদায়ক এক নাম। বহু বছর ধরে একাধিক ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: মুখ রক্ষায় মরিয়া ট্রাম্প, রাশিয়া থেকে এদেশের তেল কেনা নিয়ে নিজেই যা দাবি করে বসলেন, হাসছে ভারত!

এমনকি, তাঁদের কেরিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাঁর পরামর্শেই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের কেরিয়ার নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল। একইসঙ্গে রোহিত শর্মার ফিটনেস ও ওজন কমানোর ক্ষেত্রেও নায়ারের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভারতীয় ব্যাটার কে.এল. রাহুলও নায়ারের প্রশংসা করেছেন, বিশেষত হোয়াইট-বল ক্রিকেটে তাঁর উন্নতিতে নায়ারের অবদান তুলে ধরে। ঘরোয়া ক্রিকেটের দিনগুলো থেকেই অভিষেক নায়ার রাহুলের কোচ ও গাইড হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তাঁকে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় দেখা গিয়েছে টেলিভিশের পর্দায়। উল্লেখ্য, গত মরশুমটা খুব একটা ভাল যায়নি কলকাতার জন্য। প্লে অফেও পৌঁছতে পারেনি শাহরুখ খানের দল।

তবে ৪২ বছর বয়সী অভিষেক নায়ার এর আগে একাধিকবার কেকেআরের সঙ্গে কাজ করেছেন এবং এবার তিনি দলের মেন্টর ডোয়েন ব্রাভোর সঙ্গে যোগ দেবেন নতুন মরশুমের আগে। এর আগে, বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকের পর ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের চুক্তি বাতিল করা হয়।

সেই তালিকায় ছিলেন নায়ারও। গৌতম গম্ভীরের বাছাই করা কোচিং ইউনিটের অংশ ছিলেন তিনি। সেই দায়িত্ব থেকে সরে যাওয়ার পর তিনি ওমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়রজের হেড কোচের দায়িত্ব নেন, জন লুইসের জায়গায়।

তখন নায়ার বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি সংস্কৃতি তৈরি করা যেখানে প্রত্যেকে জানে যে এই ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিততেই খেলে। সেই জয়ের মানসিকতাই আমরা আমাদের দলের ভেতর গড়ে তুলতে চাই।’

কেকেআরে সহকারী কোচ হিসেবে প্রত্যাবর্তন প্রসঙ্গে অভিষেক নায়ার জানিয়েছিলেন, ‘কেকেআর আমার কাছে পরিবারের মতো। এই দলে ফিরে আসা সবসময়ই এক বিশেষ অনুভূতি। আমি যত দ্রুত আবার ফিরে এলাম, সেটাই প্রমাণ করে এই দলের সঙ্গে আমার বন্ধন কতটা গভীর।’

আরও পড়ুন: চোর পালালে, বুদ্ধি বাড়ে! মিউজিয়ামের হীরের গয়না এবার কোন ব্যাঙ্কের গোপন ভল্টে সরাল ল্যুভর? জানলে অবাক হবেন