আজকাল ওয়েবডেস্ক: এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে অভিষেক শর্মা। পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করেছিলেন। পঞ্চাশ করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে অভিষেক শর্মা গড়লেন নয়া রেকর্ড। এই রেকর্ডের একনম্বরে ছিলেন রিজওয়ান। দুইয়ে ছিলেন কোহলি। কিন্তু রিজওয়ান ও কোহলিকে ছাপিয়ে ভারতের বাঁ হাতি ওপেনারই এখন এশিয়া এশিয়া কাপে সবথেকে বেশি রানের মালিক।
পাকিস্তানের তারকা ব্যটার রিজওয়ানের ঝুলিতে ছিল ২৮১ রান। এক আসরে বিরাট কোহলি করেছিলেন ২৭৬ রান। অভিষেকের সংগ্রহ ৬ ইনিংসে ৩০৯। এশিয়া কাপ ফাইনালের আগে মাঠে এবং মাঠের বাইরে তুমুল ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে পাকিস্তান দলকে। এবার বলিউড অভিনেতা অভিষেক বচ্চন রীতিমতো রসিক ভঙ্গিতে কটাক্ষ করলেন পাকিস্তান ক্রিকেট দলকে! ঘটনাটা আসলে কী ঘটেছিল? প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার এক লাইভ টেলিভিশন শো-তে বড়সড় ভুল করে বসেন। ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার নামের জায়গায় মুখ ফসকে তিনি বলে ফেলেন 'অভিষেক বচ্চন।'
আরও পড়ুন: ফাইনালের আগে এই পাক তারকার উপরে ক্ষুব্ধ ওয়াকার, বেঞ্চে বসিয়ে রাখার নিদান দিলেন ...
ফাইনালে আরও রেকর্ডের সামনে অভিষেক। পাকস্তানের বিরুদ্ধে আজ আরও একটি পঞ্চাশ করলে এশিয়া কাপের এক আসরে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড অভিষেকের নামে হবে।
৩০ রান করতে পারলে আরও একটি রেকর্ড হবে অভিষেকের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সাত ইনিংসে টানা তিরিশ বা তার বেশি রান করার নজিরে রোহিত শর্মা ও রিজওয়ানের পাশে এখন অভিষেক। নতুন নজিরের সামনে অভিষেক।
এদিকে গোটা পাকিস্তান মনে করছে অভিষেককে থামাতে পারলেই ভারতকেও থামিয়ে দেওয়া যাবে। পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল পাক টিভিতে। ঠিক তখনই শোয়েব বলেন, 'যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করতে পারে, তাহলে কী হবে তাদের মিডল অর্ডারের?' এ কথা শুনেই হাসির রোল ওঠে স্টুডিওতে। উপস্থিত সঞ্চালক ও অতিথিরা সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করেন 'বচ্চন নন, অভিষেক শর্মা!' কিন্তু ততক্ষণে ক্লিপটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের মধ্যেও শুরু হয় রসিকতা। এরপরেই নিজের স্বভাবসুলভ ঠাট্টার ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন অভিষেক বচ্চন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'স্যার, সর্বোচ্চ সম্মান রেখেই বলছি—আমাকে আউট করতেও পারবে না! আমি তো ক্রিকেটই খেলি না। অভিনেতার এই মন্তব্যে হেসে খুন অনুরাগীরা।খেলাধুলার প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত অভিষেক বচ্চন বর্তমানে একাধিক স্পোর্টস টিমের মালিকও।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের জয় জয়কার, পেনাল্টি শুট আউটে হারাল বাংলাদেশকে ...
