আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে রেকর্ড শতরানের পুরস্কার পেলেন অভিষেক শর্মা। একলাফে ৩৮ ধাপ এগিয়ে এলেন। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের তরুণ সেনসেশন। সিরিজের শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রান করেন ২৪ বছরের ওপেনার। টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারের এটাই সর্বোচ্চ রান। বিধ্বংসী ব্যাটিং তাঁকে ক্রমতালিকায় অনেকটাই ওপরে তুলে দিয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের থেকে মাত্র ২৬ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে অভিষেক। গত বছর টি-২০ অভিষেকের পর তরতর করে এগিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার। আগ্রাসী এবং ভয়ডরহীন ক্রিকেট ইতিমধ্যেই ভারতের টি-২০ দলে তাঁর জায়গা নিশ্চিত করেছে। সাম্প্রতিককালের পারফরমেন্স তাঁকে বিশ্বের সেরাদের তালিকায় প্রবেশ করতে সাহায্য করে। বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে অভিষেকের। টি-২০ দলে তাঁর সংযোজন টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বাড়িয়েছে। এই ফর্ম ধরে রেখে পাকাপাকিভাবে সাদা বলের ক্রিকেটে নিজের জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ তরুণ ওপেনারের সামনে।

অভিষেকের উত্থানে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে তিনজন ভারতীয় ব্যাটার। তৃতীয় স্থানে তিলক বর্মা। পাঁচ নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। শুধু ব্যাটিং বিভাগেই নয়, আইসিসি ক্রমতালিকায় বোলিংয়েও আধিপত্য বিস্তার করছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১৪ উইকেট নিয়ে ব়্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে যান বরুণ চক্রবর্তী। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রহস্য স্পিনার। চার ধাপ ওপরে উঠে ছয় নম্বরে চলে এসেছেন রবি বিষ্ণোই।‌ একনম্বরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় অলরাউন্ডারদেরও। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৫১ নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ৩৮ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে চলে এসেছেন শিবম দুবে।