আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার জন্য বাবর আজমকে পরামর্শ দিয়েছিলেন কোচ মাইক হেসন।
স্ট্রাইক রেট উন্নতি করার কথা বলেছিলেন পাক কোচ। কিন্তু বাবর আজম স্ট্রাইক রেটের বিশেষ কোনও উন্নতি না ঘটিয়েও দলে ডাক পেলেন। টপ অর্ডারে বাকিদের ব্যর্থতার জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাকা হল বাবর আজমকে।
আরও পড়ুন: বিরাট-রোহিতকে নিয়ে কড়া বার্তা, বোর্ডকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন প্রাক্তন নির্বাচক...
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও তার পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে বাবর আজমকে। বাবর ফিরলেও ফেরানো হয়নি মহম্মদ রিজওয়ানকে।
কোন পজিশনে খেলবেন বাবর আজম? কোচ মাইক হেসন জানালেন তারকা ব্যাটার তিন নম্বরে খেলবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে বাবর আজমকে। প্রায় এক বছর পরে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান বাবর। পাকিস্তানের জার্সিতে এই ফরম্যাটে গত ডিসেম্বরে তিনি শেষ বার খেলেছেন। এশিয়া কাপ দলে তাঁকে রাখা হয়নি। দলে জায়গা না হওয়া বাবরকে পরামর্শ দিয়ে হেসন বলেছিলেন, স্ট্রাইক রেটের উন্নতি যেন তিনি ঘটান।
কিন্তু বাকিরা এতটাই ব্যর্থ যে সুযোগ এসে গেল বাবরের সামনে। বিশ্বকাপের পরিকল্পনাতেও নিশ্চয় তিনি থাকবেন।
গত এশিয়া কাপে দলে ছিলেন ফকর জামান। তিনি জায়গা হারিয়েছেন। হ্যারিস রউফকে নিয়ে তীব্র চর্চা হয়েছিল এশিয়া কাপের পরে। ভারতের বিরুদ্ধেই বেশি রান দেন হ্যারিস রউফ, এমন অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কব্জি স্পিনার সুফিয়ান মুকিমকেও রিজার্ভে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন উসমান তারিক।
হেসন বলেন, ''ফকর জামানকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো হয়েছে। আমরা ফকরের সঙ্গে কথা বলেছি এবং ওয়ানডে ক্রিকেটে ফিরে আসতে চায় ও। তাই আমরা তাকে টি-টোয়েন্টি থেকে কিছুটা বিশ্রাম দিয়েছি যাতে কৌশল পরিবর্তন করতে পারে।''
বাবরের অভিজ্ঞতা কাজে আসবে বলে জানান হেসন। তিনি বাবর প্রসঙ্গে বলেন, ''এটি আরেকজন টপ-অর্ডার খেলোয়াড়ের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। বাবরকে দলে ফিরিয়ে আনার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। তিন নম্বরে ব্যাট করবে বাবর। আমি খুব আত্মবিশ্বাসী বাবর ভাল করবে।''
আরও পড়ুন: কে বলেছে ‘রো–কো’ আর অস্ট্রেলিয়ায় খেলবেন না? জেনে নিন টাটকা আপডেট...
