আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ বিস্ফোরক তথ্য জানালেন মহম্মদ সামিকে নিয়ে। ২০১৮ সালে বঙ্গপেসার অবসর নিতে চেয়েছিলেন।
ভরত অরুণকে বলতে শোনা গিয়েছে, ''সামি তখন একপ্রকার ট্রমার মধ্যে ছিল এবং ব্যক্তিগত জীবনে সমস্যা ছিল, সেই সময়ে রবি শাস্ত্রী ওকে বলেছিল, যদি কোনও সাহায্যের দরকার পড়ে তাহলে যে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করে।''
২০১৮ সালে ইংল্যান্ড সফরের আগে বেঙ্গালুরুতে আমাদের টেস্ট ম্যাচ ছিল। সামি ফিটনেস টেস্টে ব্যর্থ হন। দল থেকে বাদ পড়েন তিনি। খুব বিষন্ন ছিলেন সামি। ব্যক্তিগত জীবনেও সমস্যা ছিল। ভরত অরুণ বলেন, ''আমার ঘরে এসে সামি বলে পাজি আমি ক্রিকেট ছেড়ে দেব।''
আরও পড়ুন: রূপকথা লিখে ভারতকে গাব্বায় জিতিয়েছিলেন পন্থ, অজি প্রাক্তনের কাছে গুরুত্বই নেই সেই ইনিংসের ...
সামির কথা শুনে ভরত অরুণ বঙ্গপেসারকে জিজ্ঞাসা করেন, ''আমি ওকে জিজ্ঞাসা করি, ক্রিকেট ছাড়ার পরে কী করবে তুমি? আজ তুমি যে জায়গায় এবং যা অর্জন করেছো তা ক্রিকেটের জন্য়ই। সামি জানিয়েছিল ও রেগে রয়েছে।''
সামিকে নিয়ে যাওয়া হয় রবি শাস্ত্রীর কাছে। তুমি যদি রেগে থাকো, তাহলে বল হাতে সেই রাগ দেখাও। তুমি ক্রিকেট ছাড়তে চাইছো কারণ তোমার শরীর ফিট নয়।''
সামিকে পাঠানো হয় এনসিএ-তে। বোলিং নিয়ে কোনও রিহ্যাবের কথা বলা হয়নি। এনসিএ-তে কেবল বলা হয় ওর ফিটনেস নিয়ে যেন কাজ করা হয়। এনসিএ-তে তিন সপ্তাহ থাকার পরে আমাকে ফোন করে সামি বলেছিল, ''পাজি আমি তো এখন ঘোড়ার মতো দৌড়চ্ছি।''
ভরত অরুণ জানান, সামি এভাবেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। এনসিএ-তে রিহ্যাবের পরে তরতাজা হয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলে ইংল্যান্ড বিরুদ্ধে। পঞ্চম টেস্ট ম্যাচের শেষ দিনে চা বিরতির পরে সামি ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করেন। ফলে বোঝাই যাচ্ছে ফিটনেসের দিক থেকে সেরা জায়গায় ছিলেন বঙ্গপেসার।
মহম্মদ সামি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে চান। সামি বলেন, ''আমাকে নিয়ে যদি কারোর সমস্যা থাকে, তাহলে আমাকে বলুক। আমি অবসর নিলে যদি ওদের জীবনে কোনও সুবিধা হয়। আমি কারোর জীবনে কি বাধা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে অবসর নিতে হবে? আমি যেদিন ক্লান্ত হয়ে যাব, সেদিন ছেড়ে চলে যাব। তোমাদের আমাকে নিতে হবে না। কিন্তু আমি পরিশ্রম করে যাব। আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে না নিলে আমি ঘরোয়া টুর্নামেন্টে খেলব। আমি কোথাও না কোথাও খেলা চালিয়ে যাব। যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন এইসব সিদ্ধান্ত নেব। এখন এগুলো ভাবার সময় নয়।''
২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন। তাঁকে ঘিরেই ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। সেই প্রসঙ্গে এদিন তারকা পেসার বলেন, ভাগ্য তাঁদের সঙ্গে ছিল না। সামি বলেন, ''আমার একটাই স্বপ্ন বাকি আছে। একদিনের বিশ্বকাপ জেতা। আমি বিশ্বকাপজয়ী দলের অঙ্গ হতে চাই। দলকে বিশ্বকাপ জেতাতে চাই। ২০২৩ সালে আমরা খুব কাছে চলে গিয়েছিলাম। মনে হয়েছিল জিতব। তবে একটা ভয়ও ছিল। কারণ আমরা একটানা ম্যাচ জিতছিলাম। আর সেটা নকআউট ছিল। একটু ভয় ছিল আমাদের মনে। কিন্তু ফ্যানদের বিশ্বাস আমাদের মোটিভেট করে। এই স্বপ্ন পূরণ হতেই পারত। তবে হয়ত আমার ভাগ্যে ছিল না।''
