আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দেশের হয়ে অবসর গ্রহণ করলেও অশ্বিনকে খেলতে দেখবেন অস্ট্রেলিয়ার দর্শকরা। তেমনই রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও যাতে অজি দর্শকরা দেখতে পান, সেই ব্যবস্থা করতে চান ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। তিনি বলেছেন, সংক্ষিপ্ত হোক বা মাঝারি, এটা সম্ভব। আমরা বাস্তববাদী।
অস্ট্রেলিয়ায় সফর করতে আর আসবেন কিনা জানেন না রোহিত শর্মা। হয়তো এটাই বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ সফর। শেষ সফরে ঝলক দেখিয়ে গেলেন রোহিত ও কোহলি। প্রথম দুটো ওয়ানডে-তে কোহলির ব্যাট গর্জে ওঠেনি। খাতাই খুলতে পারেননি তিনি। তৃতীয় ওয়ানডেতে কোহলি ফিরে পেলেন তাঁর টাচ। তাঁর ছন্দ।
রোহিত শর্মাও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে রোহিত রানে ফেরেন। তৃতীয় ম্যাচে তো সে়ঞ্চুরি হাঁকিয়ে রোহিত সপ্তম স্বর্গে বিচরণ করেছেন। সেই রোহিত ও কোহলিকে বিগ ব্যাশ লিগ সই করাতে পারলে লাভবান হবে বিবিএল। দর্শকদের প্রত্যাশাও পূরণ হবে। অশ্বিন বিবিএলে খেলবেন বলে স্থির করেছেন। দুই তারকা ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগে আনার জন্য রীতিমতো চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। রোহিত নিজেও জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় আসতে পছন্দ করেন। স্যর ডনের দেশে খেলতে ভালবাসেন। ক্রিকেটাররা বলেন, অস্ট্রেলিয়ার দর্শকরা সমঝদার। বিরুদ্ধ স্রোত যেমন রয়েছে, তেমনই ভাল জিনিসের কদরও করেন তাঁরা।
আরও পড়ুন: নির্বাচকরা চান রোহিত-বিরাট ব্যর্থ হোক, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন প্রাক্তন ক্রিকেটার
এহেন রোহিত অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার0 অ্যাডাম গিলক্রিস্টকে বলেন, ''আমি এখানে খেলতে পছন্দ করি। এখানে আসতে পছন্দ করি। ২০০৮ সালের দারুণ সব মুহূর্ত মনে রয়েছে। অস্ট্রেলিয়ায় আর আসব কিনা আমার জানা নেই। তবে এই কয়েক বছরে এখানে খেলে মজা পেয়েছি। খারাপ মুহূর্ত এসেছে আবার ভাল মুহূর্তও রয়েছে এখানে। দিনের শেষে এখানে যে ক্রিকেট খেলেছি, সেটাই স্মৃতিতে নিয়ে ফেরত যাচ্ছি।''
রোহিত ও বিরাট যদি বিগ ব্যাশ খেলতে স্যর ডনের দেশে আসে, তাহলে সমাদৃত হবেন অজি দর্শকরা। আইপিএল থেকে অশ্বিন অবসর নিয়েছেন সদ্য। ফলে এখন বিদেশের লিগে খেলতে সমস্যা নেই তাঁর। ইতিমধ্যেই তিনি সই করে ফেলেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গের সঙ্গে কথাবার্তা বলে অশ্বিন সই করে দিয়েছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে গ্রিনবার্গ বলেছেন, ‘অশ্বিনের মতো স্বনামধন্য প্লেয়ারকে বিবিএলে পেলে আমরা লাভবান হব। অশ্বিন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর আগমনে বিগ ব্যাশ লিগ আরও সমৃদ্ধ হবে।’ অশ্বিনকে খেলতে দেখা যাবে বিবিএলে। তাঁর মতোই যদি রোহিত ও বিরাট আসেন বিগ ব্যাশ লিগে, তাহলে তো জমজমাট হয়ে যাবে জনপ্রিয় লিগ। দুই ক্রিকেটারের জন্য ফুল হাউজ হবে স্টেডিয়াম।
আরও পড়ুন: একটা ম্যাচই বিশ্বকাপের দরজা হয়তো খুলে দিল, তারকা ক্রিকেটারকে নিয়ে কী বললেন গিল?
