আজকাল ওয়েবডেস্ক: আবার ব্যাট হাতে দেখা যাবে দীনেশ কার্তিককে। এবার অধিনায়কের ভূমিকায়। হংকং সিক্সেসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। মঙ্গলবার এমনই জানায় টুর্নামেন্টের আয়োজকরা। ৭ নভেম্বর থেকে শর্ট ফরম্যাটের এই টুর্নামেন্ট চালু হবে। ভারতীয় উইকেটকিপার ব্যাটার আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন। অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে। সঙ্গে বাড়তি পাওনা বিধ্বংসী ব্যাটিং। অধিনায়ক হিসেবে কার্তিকের অন্তর্ভুক্তি ফ্যানদের উৎসাহিত করার পাশাপাশি, টুর্নামেন্টের মান বাড়াবে। 

এই টুর্নামেন্টে নামার জন্য উদগ্রীব ভারতীয় তারকা। কার্তিক বলেন, 'হংকং সিক্সসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া সম্মানের। এই টুর্নামেন্টের ইতিহাস সমৃদ্ধ। আন্তর্জাতিক পরিচিতিও আছে। আমি এমন একটা দল পরিচালনার জন্য তৈরি যেখানে একাধিক প্রখ্যাত এবং তারকা ক্রিকেটার রয়েছে। যাদের একাধিক রেকর্ড আছে। আমরা একসঙ্গে ফ্যানদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। ভয়ডরহীন ক্রিকেট খেলে আমরা সমর্থকদের বিনোদন দেওয়ায় চেষ্টা করব।' ক্রিকেট হংকং চায়নার চেয়ারপার্সন বুর্জি শ্রফ বলেন, 'আমরা হংকং সিক্সেসে দীনেশ কার্তিককে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে পেয়ে উৎসাহিত। কার্তিকের নেতৃত্ব এবং অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে। আশা করছি ওর উপস্থিতি ফ্যানদের আকর্ষিত করবে।' 

কয়েকদিন আগে যশপ্রীত বুমরার ভূয়সী প্রশংসা করেন কার্তিক। ইংল্যান্ডে প্রথম টেস্টে ভারতীয় পেসারের পাঁচ উইকেটে মুগ্ধ ছিলেন দীনেশ কার্তিক। তাঁকে 'কোহিনূর' এর সঙ্গে তুলনা করেন ভারতীয় দলের প্রাক্তন তারকা। আরও একবার তাঁর গুরুত্ব তুলে ধরেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় একটি রিলে এক অদ্ভুত দাবি করেন কার্তিক। তিনি মনে করেন, বুমরাকে বিশেষ চুক্তি দেওয়া উচিত। এই প্রসঙ্গে কার্তিক বলেন, 'এবিসিডি নয়, আমার মতে ওকে বিশেষ চুক্তিপত্র দেওয়া উচিত। এর থেকেও বেশি কিছু। ও জাতীয় সম্পদ। বিদেশের মাঠে আরও একটা সাফল্য। যখনই ভারতের উইকেট দরকার হয়, সেটা লাঞ্চ, চায়ের বিরতি বা খেলা শেষের আগেই হোক না কেন, ও ঠিক নিজের কাজটা করে।' মুম্বই ইন্ডিয়ান্সে তাঁকে প্রথমবার দেখেছিলেন কার্তিক। তখন তরুণ, রোগা এবং লাজুক ছিলেন। বর্তমানে সে বিশ্বচ্যাম্পিয়ন। কার্তিক মনে করেন, বুমরার বিশেষ যত্ন নেওয়া উচিত বোর্ডের। যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যায়।