আজকাল ওয়েবডেস্ক: টাইব্রেকারে শিল্ড হেরে অস্কার ব্রুজোঁ বলেছিলেন, গোলকিপার পরিবর্তন করার সিদ্ধান্ত ভুল ছিল। আমার কোচিং স্টাফের পরামর্শ নিয়েছিলাম। এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা আমার ভুলই ছিল।

১২০ মিনিটের লড়াইয়ের শেষে ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখান গিলকে তুলে নিয়ে নামানো হয়েছিল দেবজিৎ মজুমদারকে। যে কারণে দেবজিতকে মাঠে পাঠানো হয়েছিল, তাতে লাল-হলুদের কোনও লাভ হয়নি। উলটে জয় গুপ্তা মোক্ষম সময়ে পেনাল্টি নষ্ট করে বসেন। 

আরও পড়ুন: অন্ধকার থেকে আরও অন্ধকারে রোহিত, হিটম্যানের হাতে আর দুটো ম্যাচ...

অস্কার আরও একটি ভুল করেছেন ম্যাচ চলাকালীন। তিনি সৌভিক চক্রবর্তীকে মাঠে পাঠান। সেই সিদ্ধান্তও ব্যুমেরাং হয়ে ফেরে। সৌভিক নামার পরে মাঝমাঠে ইস্টবেঙ্গলের নিয়ন্ত্রণ হ্রাস পায়। সেই সিদ্ধান্তের জন্যও অস্কার আক্ষেপ করতে পারেন। 

২২ বছর পরে শিল্ড জিতল মোহনবাগান। গোল নষ্ট করল দুই ক্লাবই। পেনাল্টি উড়িয়ে দিলেন মোহনবাগানের তারকা জেসন কামিন্স। লাল-হলুদের হামিদ আহদাদের শট পোস্টে লেগে ফিরে এল। আপুইয়ার শট আবার বারে লেগে গোল হল। কারও শট বারে লেগে গোল হয়েছে, কারও শট আবার পোস্টে লেগে প্রতিহত হয়। এটাই ভাগ্য। 

নব্বই মিনিটের শেষে ১-১। হামিদ আহদাদের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বিরতির আগেই সমতা ফেরান আপুইয়া। বাকি সময়টা কয়েকটা বিক্ষিপ্ত আক্রমণ দুই দলের। কিন্তু তেমন ওপেন সুযোগ তৈরি হয়নি। খেলার মান আহামরি নয়। মূলত বল মাঝমাঠেই ঘোরাফেরা করে। ১২০ মিনিটের ফুটবলের শেষেও ১-১। পেনাল্টি শুট আউটে শেষমেশ হাজার ওয়াটের হাসি ফুটল মোহনবাগান সমর্থকদের মুখে। শিল্ড জিতেই হোসে মোলিনার কাছে সুপার কাপের ডার্বি জয়ের আবদার শুরু বাগান সমর্থকদের। মোলিনা বলেছেন, ''ফ্যানরা জয়ের আশায় ছিল। চ্যাম্পিয়ন হয়ে ভাল লাগছে। জেতার পর টানেল দিয়ে আসার সময় কয়েকজন সমর্থকের সঙ্গে দেখা হয়। ইতিমধ্যেই ওরা সুপার কাপের ডার্বি জয়ের আবদার করতে শুরু করেছে। বলছে, আমাদের ডার্বি জিততেই হবে।''

ইস্টবেঙ্গল কোচ আবার অন্য মেরুর বাসিন্দা। তিনি বলছেন, ''খুব শিক্ষা হল আমার।'' হতাশাচ্ছন্ন তিনি। দল যেদিন দাঁতে দাঁত কামড়ে লড়ল, সেদিনই জয় মাঠে ছেড়ে এল ইস্টবেঙ্গল। সামনে সুপার কাপ। সব ভুলে অস্কারকে আবার নতুন করে নামতে হবে। কিছু দোষ ত্রুটি রয়েছে এখনও। সেগুলো দ্রুত সংশোধন করতে হবে স্প্যানিশ কোচকে।

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে রয়েছে। ফলে গ্রুপেই দুই প্রধানের লড়াই দেখা যাবে। শিল্ড ফাইনালে হারের প্রায়শ্চিত্ত কি করতে পারবেন অস্কার? কঠিন পরীক্ষায় বসতে হবে স্প্যানিশ মায়েস্ত্রোকে। 

আরও পড়ুন: এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, রোহিত ব্যর্থ, বিরাট আরও ব্যর্থ, অস্ট্রেলিয়া প্রশ্ন তুলে দিল দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে