আজকাল ওয়েবডেস্ক: কন্যাশ্রী কাপ জয়ের পরের দিন সকালে পতাকা উত্তোলন হল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। প্রথা মেনে বুধবার সকালে চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা পতাকা উত্তোলন করলেন। দলের সব ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফরা ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, কার্যকরী সমিতির সদস্য মানব পাল প্রমুখ। পতাকা উত্তোলনের পাশাপাশি ক্লাবতাঁবুতে কেক কাটা হয়। ক্লাব সভাপতি দলকে অভিনন্দন জানান। চ্যাম্পিয়ন দলকে আড়াই লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি আগামীতে এএফসিতে দল যাতে ভাল ফল করতে পারে তার জন্য কোচকে ক্লাবের তরফ থেকে সবরকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
ক্লাব সচিব রূপক সাহা এবং আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি দলের সমস্ত ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা জানান। কোচ আন্টোনি আদ্রেউস বলেন, 'দলের সমস্ত ফুটবলারদের সঙ্গে ক্লাবের কর্মকর্তাদের একটা মেলবন্ধন রয়েছে। যা টিমওয়ার্কের মতো কাজ করেছে। মেয়েদের ফুটবলে দ্বিমুকুট জেতার পিছনে সেটার ভূমিকা অনস্বীকার্য।' প্রসঙ্গত, ইন্ডিয়ান উইমেন্স লিগ জেতার পর কন্যাশ্রী কাপ জিতল লাল হলুদের মেয়েদের দল। ছেলেরা সাফল্য না পেলেও, মেয়েদের হাত ধরে দুটো ট্রফি ঢুকল ইস্টবেঙ্গলে।
