আজকাল ওয়েবডেস্ক: অস্কার ব্রুজোঁ-সন্দীপ নন্দী ইস্যুতে এবার মুখ খুললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা। 

অস্কার ব্রজোঁ-জমানায় তাঁকেও বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছিল। সেই ক্লেটন ইস্টবেঙ্গল কোচ অস্কার ও গোলকিপার কোচ সন্দীপের মধ্যে মনোমালিন্যের ঘটনার প্রেক্ষিতে বলছেন,''আমার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল।'' 

আরও পড়ুন: 'তুমি বারবার দেবজিতের কথা বলো কেন? সন্দীপকে প্রশ্ন করেছিলেন অস্কার

গতবারের সুপার কাপের আগেই সুপার কাপের আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে গিয়েছিল ক্লেটনের। 

ব্রাজিলীয় ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কোচ অস্কারকে অসম্মান করেন। ছাপার অযোগ্য ভাষায় গালমন্দ করেছিলেন। অস্কারের কথা না শুনে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন ক্লেটন। 

পয়লা বৈশাখের সকালেও ক্লাবের মাঠে অস্কারের সঙ্গে জোর করে ঝামেলা পাকানোর চেষ্টা করেছিলেন ক্লেটন। তাঁকে মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি। তাতেই চটে যান ব্রাজিলীয় তারকা। জোর করে অস্কারকে অসম্মান করেন। পরে অশালীন আচরণ করেন স্প্যানিশ কোচের সঙ্গে। 
সেই ক্লেটনের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত জমানায় ক্লেটনের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এহেন ক্লেটন এখন সানডে লিগ খেলেন ব্রাজিলে। অস্কার-সন্দীপ ইস্যুতে প্রাক্তন তারকা অস্কারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,''আমার সঙ্গেও একই ব্যাপার করেছিল অস্কার। সব সময়ে অন্যের ঘাড়ে দোষ দিতে চায়।'' 

মাঠের বাইরের ঘটনার প্রভাব কি পড়েছে সুপার কাপে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে? প্রথম ম্যাচেই বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে ড্র করেছে ইস্টবেঙ্গল। তাও আবার মিগুয়েল এগিয়ে দিয়েছিলেন লাল-হলুদ ব্রিগেডকে। কিন্তু লাল-হলুদ গোলকিপার দেবজিৎ মজুমদারের ভুলে দু'টি গোল হজম করে ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন: বুকের পাঁজরে চোট, হাসপাতালে শ্রেয়স, কী আপডেট দিল বিসিসিআই?