আজকাল ওয়েবডেস্ক:‌ রানের পাহাড়ে কিউয়িরা। দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তুলল ৩৬২/‌৬। 


ভারত আগেই চলে গিয়েছে ফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল রবিবার দুবাইয়ে খেলবে ভারতের বিরুদ্ধে। এদিন নিউজিল্যান্ডের হয়ে জোড়া শতরান করেন রাচিন রবীন্দ্র (‌১০৮)‌ ও কেন উইলিয়ামসন (‌১০২)‌। তৃতীয় উইকেটে জুটিতে ওঠে ১৬৪ রান। ড্যারিল মিচেল করেন ৪৯। শেষদিকে রানের গতি বাড়ান গ্লেন ফিলিপস (‌২৭ বলে ৪৯)‌। প্রোটিয়া বোলারদের মধ্যে এনগিডি ৩ উইকেট পেলেও অনেক রান দিলেন। রাবাডার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দুই উইকেট পেলেও দিয়েছেন ৭০ রান।


এই ম্যাচ জিততে হলে শুরু থেকেই চালাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। লাহোরের উইকেট একেবারে ব্যাটিং উইকেট। তাই কোনওকিছুই অসম্ভব নয়। 
এটা ঘটনা ভারতের কাছেই গ্রুপের শেষ ম্যাচে হেরেছিল কিউয়িরা। তাই আজ জিতলে সেই ভারতের বিরুদ্ধেই খেলতে হবে। তবে কাজটা সহজ নয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে তেতে আছে টিম ইন্ডিয়া।