আজকাল ওয়েবডেস্ক:‌ সিডনিতে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছে ভারত। দলে হয়েছে দুটি পরিবর্তন। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও পেসার অর্শদীপ সিং বাদ গিয়েছেন। প্রথম এগারোয় এসেছেন কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা। অর্থাৎ সিডনিতে এক ব্যাটার কম নিয়ে খেলছে ভারত। তবে প্রথম একাদশে রয়ে গিয়েছেন হর্ষিত রানা। যিনি অ্যাডিলেডে প্রচুর মার খেয়েছিলেন। 


হেড কোচ গম্ভীরের এই অতিরিক্ত হর্ষিত রানা ‘‌প্রীতি’‌ দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। 

 

 

?ref_src=twsrc%5Etfw">October 25, 2025

 


চলতি সিরিজে প্রথম দুটি ম্যাচেই খেলেছিলেন অর্শদীপ। খারাপ বোলিং করেননি। প্রথম ম্যাচে একটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে পান দুটি উইকেট। ইকনমিও পাঁচের কম ছিল। এরপরেও তিনি প্রথম একাদশ থেকে বাদ পড়লেন। আর থেকে গেলেন রানা।


যদিও রানা অ্যাডিলেডে শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু রান করেছিলেন। বল হাতে দুটি উইকেটও নিয়েছিলেন। আবার অজি ব্যাটারদের হাতে বেধড়ক ঠ্যাঙানিও খেয়েছেন। ওভার প্রতি আটের বেশি রান দিয়েছেন। 

 

 

?ref_src=twsrc%5Etfw">October 25, 2025

 


আর তাই সিডনি টেস্টের প্রথম একাদশ থেকেই ভক্তরা ক্ষেপে গিয়েছেন। এক নেটিজেনের কথায়, ‘‌হর্ষিতকে দলে রেখে অর্শদীপকে বিশ্রাম বা চোটের অজুহাতে বসিয়ে দেওয়া দেখেই বোঝা গেল ভারতীয় ক্রিকেটে কিছু কিছু ক্রিকেটারকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোচ গম্ভীর নিজের পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিয়েই চলেছেন। আর এই কারণেই হয়ত সিরিজটাও হারতে হল।’‌