আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় সফর করতে আর আসবেন কিনা জানেন না রোহিত শর্মা। হয়তো এটাই বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ সফর। 

শেষ সফরে ঝলক দেখিয়ে গেলেন রোহিত ও কোহলি। প্রথম দুটো ওয়ানডে-তে কোহলির ব্যাট গর্জে ওঠেনি। খাতাই খুলতে পারেননি তিনি। তৃতীয় ওয়ানডেতে কোহলি ফিরে পেলেন তাঁর টাচ। তাঁর ছন্দ। 

রোহিত শর্মাও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে রোহিত রানে ফেরেন। তৃতীয় ম্যাচে তো সে়ঞ্চুরি  হাঁকিয়ে রোহিত সপ্তম স্বর্গে বিচরণ করছেন। 

এহেন রোহিত অ্যাডাম গিলক্রিস্ট ও রোহিত শর্মাকে বললেন, ''আমি এখানে খেলতে পছন্দ করি। এখানে আসতে পছন্দ করি। ২০০৮ সালের দারুণ সব মুহূর্ত মনে রয়েছে। অস্ট্রেলিয়ায় আর আসব কিনা আমার জানা নেই। তবে এই কয়েক বছরে এখানে খেলে মজা পেয়েছি। খারাপ মুহূর্ত এসেছে আবার ভাল মুহূর্তও রয়েছে এখানে। দিনের শেষে এখানে যে ক্রিকেট খেলেছি, সেটাই স্মৃতিতে নিয়ে ফেরত যাচ্ছি।'' 

আরও পড়ুন: সিডনিতে শুধু ক্যাচ ধরেই রেকর্ড করে ফেললেন রোহিত–বিরাট, জেনে নিন বিস্তারিত ...

রোহিত শর্মা, এই সেঞ্চুরিটা কি গৌতম গম্ভীরকে জবাব দিলেন? নাকি নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে?
শনিবার সিডনিতে রো-কো জুটি দেখিয়ে দিলেন, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকালেন স্যর ডনের দেশে। তার পরে কোহলির বিরাট আলিঙ্গন। দু'জনেই হাসছেন তখন। ওই হাসি তো জবাব দেওয়ার। ওই হাসি যুদ্ধে জিতে নেওয়ার। এই লড়াই তো কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল না। ছিল নিজের দেশের নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধেও। ছিল গম্ভীরের অনাস্থার বিরুদ্ধে। ছিল সেই সব মানুষের বিরুদ্ধে যাঁরা দুই মহাতারকার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ''ওদের এবার সরে যাবার সময় হয়েছে।'' সেঞ্চুরি করেও রোহিত কি জানেন তিনি স্থানচ্যুত হবেন না আর? কোহলিও কি সেই গন্ধ পেলেন? 
রোহিত সেঞ্চুরি করে আকাশের দিকে তাকালেন। প্রথম ওয়ানডেতে রান পাননি। গেল গেল রব উঠেছিল। দ্বিতীয় ওয়ানডে-ত হিটম্যান ভাঙনের মুখে দলকে টেনেছিলেন। আর তৃতীয় ওয়ানডেতে তো তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছলেন। মনে করিয়ে দিলেন ২০২৩ বিশ্বকাপের রোহিত শর্মাকে। কিন্তু এই দু'বছরে তো গঙ্গা গিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। কোহলি নামের এক বিরাট ব্যাটের বিরুদ্ধেও ক্রিকেটপাগলরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। সিডনিতে সিঙ্গল  নিয়ে খাতা খোলার পরে স্বস্তির হাসি ফিরল কোহলির মুখে। হাসতে হাসতে তিনি শূন্যে হাত ছুড়লেন। তার পর তাঁর গাণ্ডীব চলল নিজের মতো। রান এল নিজের নিয়মে। অস্ট্রেলিয়ার ২৩৬ রান তাড়া করতে নেমে ভারত খুব সহজেই ম্যাচটা জিতে নিল ৯ উইকেটে।  শেষ পর্যন্ত রোহিত অপরাজিত থাকলেন ১২১ রানে। আর কোহলি ৭৪ রানে। একগুচ্ছ রেকর্ড তৈরি হল। অস্ট্রেলিয়া সিরিজ ২-১-এ জিতলেও মাথা উঁচু করে মাঠ ছাড়লেন রো-কো জুটি। ৩৮.৩ ওভারে অজিদের নিকেশ করলেন রোহিত-বিরাট। দুই মহাতারকা মিলে ১৬৮ রান করলেন জুটিতে। রোহিত ১২৫ বলে খেলেন ১২১ রানের ইনিংস। তাঁর ইনিংসে সাজানো ছিল ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। কোহলি করেন ৮১ বলে ৭৪ রান। সাতটি চারে মালা গেঁথেছেন বিরাট। 

আরও পড়ুন: কোহলির ব্যাটিং পজিশন বদলের আর্জি, গম্ভীরকে কড়া বার্তা প্রাক্তন ক্রিকেটারের...