আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে জ্বলে উঠলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। দুই মহাতারকার দাপটে ভারত খুব সহজেই অস্ট্রেলিয়াকে হারাল। সিরিজ অস্ট্রেলিয়া আগে জিতে নিলেও এদিন রোহিত ও কোহলি কিন্তু হোয়াইয়ওয়াশ হতে দিলেন না ভারতকে। এর পরেও স্থির নয়, বিরাট ও রোহিতের ভবিষ্যৎ। ২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে নিয়ে দল তৈরি হবে কিনা তাও পরিষ্কার নয়। দুই তারকা ক্রিকেটার কি এবার বিজয় হাজারেতে খেলবেন? শুভমান গিল সেই দিকে আলো ফেলেছেন। 

এর পরে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে তা। ডিসেম্বর মাসে প্রোটিয়া-ব্রিগেডের বিরুদ্ধে সেই সিরিজ শেষ হয়ে গেলে ভারতের আর কোনও ওয়ানডে নেই ২০২৬ সালের জানুয়ারির আগে। তার পরে যে সময় দুই ক্রিকেটার পাবেন, তার সদ্ব্যবহার করার জন্য ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে নামা উচিত। কোহলি ও রোহিতকে নিয়ে বিরাট প্রশ্নে ভারত অধিনায়ক শুভমান গিল বলেন, ''দক্ষিণ  আফ্রিকা সিরিজের আর বাকি নেই বেশি। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজের মাঝে সময় রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে এবিষয় নিয়ে আমরা আলোচনা করব।'' 

আরও পড়ুন: কোহলির ব্যাটিং পজিশন বদলের আর্জি, গম্ভীরকে কড়া বার্তা প্রাক্তন ক্রিকেটারের... 


অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য করেছিলেন কোহলি। প্রাক্তনীদের অনেকেই খরচের খাতায় ফেলে দেন। ২০২৭ বিশ্বকাপ দূর অস্ত, বেশ কয়েকজন ক্রিকেট পণ্ডিত এই সিরিজকেই কোহলির শেষ বলে দাবি করে বসেন। কিন্তু দেওয়াল লিখন ভিন্ন ছিল। যা পড়তে পারেনি তাঁরা। ফর্মে ফেরার জন্য দুটো ম্যাচ নিলেন কোহলি। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর চাপ ক্রমশ বাড়ছিল। যা স্পষ্ট তারকা ক্রিকেটারের আচরণ থেকে। প্রথম রান পাওয়ার পর স্টেডিয়ামের সঙ্গে সঙ্গে বিরাটকেও সেলিব্রেট করতে দেখা যায়। হাত মুঠো করে শূন্যে ছোড়েন। ৩০৫তম একদিনের আন্তর্জাতিকে আরও একটি অর্ধশতরান তুলে নেন। ভেঙে ফেলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। এর আগে একদিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি ৫০ এর বেশি রান ছিল মাস্টার ব্লাস্টারের। এদিনের ম্যাচ নিয়ে ৭০ এর বেশি অর্ধশতরান হয়ে গেল বিরাটের। এছাড়াও আরও একটি রেকর্ড করেন। একদিনের ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে চলে এলেন বিরাট।  

রোহিত শর্মা, এই সেঞ্চুরিটা কি গৌতম গম্ভীরকে জবাব দিলেন? নাকি নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে? শনিবার সিডনিতে রো-কো জুটি দেখিয়ে দিলেন, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকালেন স্যর ডনের দেশে। তার পরে কোহলির বিরাট আলিঙ্গন। দু'জনেই হাসছেন তখন। ওই হাসি তো জবাব দেওয়ার। ওই হাসি যুদ্ধে জিতে নেওয়ার। এই লড়াই তো কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল না। ছিল নিজের দেশের নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধেও। ছিল গম্ভীরের অনাস্থার বিরুদ্ধে। ছিল সেই সব মানুষের বিরুদ্ধে যাঁরা দুই মহাতারকার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ''ওদের এবার সরে যাবার সময় হয়েছে।'' সেঞ্চুরি করেও রোহিত কি জানেন তিনি স্থানচ্যুত হবেন না আর? কোহলিও কি সেই গন্ধ পেলেন? 

আরও পড়ুন: সিডনিতে শুধু ক্যাচ ধরেই রেকর্ড করে ফেললেন রোহিত–বিরাট, জেনে নিন বিস্তারিত ...