আজকাল ওয়েবডেস্ক: বাজবলে দিশেহারা ভারত। জ্যাক ক্রলি ও বেন ডাকেট অল্পের জন্য শতরান পাননি দ্বিতীয় দিন। তবে তৃতীয় দিন শতরানের দিকে এগিয়ে চলেছেন জো রুট ও অলি পোপ। পোপ অপরাজিত ৭০ রানে। আর রুট অপরাজিত ৬৩ রানে। ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিন লাঞ্চের সময় তুলে ফেলেছে ৩৩২/২। মাত্র ২৬ রানে পিছিয়ে ইংল্যান্ড।
বুমরা পারছেন না উইকেট তুলতে। ওয়ার্কলোড বেশি হচ্ছে? প্রশ্ন উঠে গেছে। সিরাজও তাই। শার্দূলের বল দেখে মনে হচ্ছে না উইকেট নিতে পারেন।
এদিকে ঋষভের চোটে চিন্তায় ভারত। ম্যাঞ্চেস্টারে ভাঙা পাতা নিয়ে ব্যাট করলেও উইকেটকিপিং করতে পারবেন না। খেলতে পারবেন না শেষ টেস্টেও। এই অবস্থায় উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল।
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
ক্যামেরা তাঁর পায়ের আঘাতের জায়গাটা ধরছিল। সোজা নিয়ে যাওয়া হয় মেডিক্যাল সেন্টারে। সেখানে চোটের জায়গায় স্ক্যান করা হয়। রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টিম ইন্ডিয়া। খেলা শেষে মেডিক্যাল সেন্টারে গিয়ে পন্থকে দেখেন আসেন অধিনায়ক শুভমন গিল।
রাতেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন চোট পেয়েছেন ঋষভ পন্থ। পন্থকে স্টেডিয়াম থেকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ওঁর দিকে নজর রেখেছে।’
অবশেষে স্ক্যান রিপোর্টে জানা যায়, পায়ের পাতা ভেঙেছে। চিকিৎসকরা ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার পরেও পন্থ প্রথম ইনিংসে ব্যাট করেছেন। অর্ধশতরান করেছেন।
তবে আশঙ্কাই সত্যি হয়। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পায়ের পাতা ভেঙেছে তাঁর। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, ঋষভ পন্থের পায়ের পাতা ভেঙেছে। তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। যা পরিস্থিতি সম্ভবত ছয় সপ্তাহ আর মাঠে নেই পন্থ।
এদিকে, টেস্টে রানের নিরিখে রাহুল দ্রাবিড় ও জাক কালিসকে টপকে গেলেন জো রুট। টেস্টের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শীর্ষে আছেন শচীন তেন্ডুলকার। দুইয়ে রিকি পন্টিং। আর তিনে রুট।
আরও পড়ুন: ফের দল কিনলেন গোয়েঙ্কা, এবার কোন দলের মালিক হলেন তিনি জানুন
এটা ঘটনা, ইতিমধ্যেই নীতীশ কুমার রেড্ডি ছিটকে গেছেন। পন্থও ছিটকে গেলেন। চোটের তালিকায় রয়েছেন আকাশ দীপ ও অর্শদীপ সিং। পঞ্চম টেস্টে এই দুই ক্রিকেটার খেলবেন কিনা তার কোনও নিশ্চয়তা এখনও নেই। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই ওভালে।
তার আগে ম্যাঞ্চেস্টারেই না সিরিজ হেরে যায় ভারত। খেলার অন্তত যা পরিস্থিতি। ইংল্যান্ড যে বড় রানের দিকে এগোচ্ছে।
