আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের বিশ্বকাপে ভারত শেষ চারে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ডকে ফুৎকারে উড়িয়ে দিয়ে। শেষ চারে ভারতের মহিলাদের প্রতিপক্ষ অপরাজিত অস্ট্রেলিয়া-ব্রিগেড। এদিন হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ চারের ছাড়পত্র জোগাড় করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কা ও পাকিস্তানকে পর পর দুটি ম্যাচে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। তার পরে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হার মেনেছিলেন হরমনপ্রীতরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের মেয়েরা উড়িয়ে দেয় নিউ জিল্যান্ডকে। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তবে সেই ম্যাচের ফলাফল একেবারেই গুরুত্বপূর্ণ নয় ভারতের মহিলা দলের জন্য।
আরও পড়ুন: 'তুমি বারবার দেবজিতের কথা বলো কেন? সন্দীপকে প্রশ্ন করেছিলেন অস্কার
নিউজিল্যান্ডকে হারাতে পারলে বেঁচে থাকবে স্বপ্ন। সেই ম্যাচে প্রতীকা রাওয়াল নজির গড়েন। সেঞ্চুরি হাঁকান কিউয়িদের বিরুদ্ধে। বিশ্বকাপে সেটাই তাঁর প্রথম শতরান। সেঞ্চুরি করেন স্মৃতি মান্ধানাও। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত ৪৯ ওভারে করে তিন উইকেটে পাহাড় প্রমাণ ৩৪০ রান।
ডাকওয়ার্থ-লিউয়িস পদ্ধতিতে ম্যাচের ওভার সংখ্যা কমে যায়। ৪৪ ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের জন্য টার্গেট দাঁড়ায় ৩২৫। এই রান তাড়া করতে নেমে কিউয়িরা ৪৪ ওভারে করে ৮ উইকেটে ২৭১ রান। ভারত ৫৩ রানে ম্যাচ জিতে শেষ চারের ছাড়পত্র জোগাড় করে ফেলে।
টানা তিন ম্যাচ হেরে ভারতের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু তিন ম্যাচ হেরে যাওয়া ভারতকে দেখে মনে হয়নি তারা চাপে রয়েছে। উল্টে কিউয়িদের বিরুদ্ধে ভারতের ব্যাটাররা বেশ দাপটের সঙ্গেই ব্যাট করেন।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে এখন। বলা ভাল, সেমিফাইনালের আগে ড্রেস রিহার্সাল। তার পরেই অজিদের বিরুদ্ধে শেষ চারের লড়াই। ভারতীয় দল যে সেই ম্যাচের জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বুকের পাঁজরে চোট, হাসপাতালে শ্রেয়স, কী আপডেট দিল বিসিসিআই?
