আজকাল ওয়েবডেস্ক: আল-নাসরের প্রধান কোচ জর্জ জেসুস জানিয়েছেন, এ-এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর আসন্ন ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি বর্তমানে রিয়াধেই রয়েছেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রোনাল্ডো ভারতের মাটিতে খেলতে না আসায় ভক্তরা হতাশ হলেও কোচ আশ্বস্ত করেছেন, আল-নাসরের দলে সাদিও মানে, জোয়াও ফিলিক্স ও ইনিগো মার্টিনেজ রয়েছেন। অর্থাৎ, আকর্ষণীয় ফুটবল থেকে বঞ্চিত হবেন না সমর্থকরা।

আল নাসরের ফুটবলাররা গোয়ায় দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত। সোমবার রাতে আল-নাসর দল মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তার আগে এদিন সাংবাদিক সম্মেলন করেন আল নাসর কোচ।

জর্জ জেসুস সংবাদমাধ্যমকে বলেন, ‘সবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালোবাসে এবং গোটা বিশ্বজুড়েই তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে তাঁকে বিশ্রাম দেওয়া হবে। সবাই তাঁকে দেখতে চায়, কিন্তু আমরা তাঁকে রিয়াধে রেখেছি পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য।’

এ-এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ পর্বে আল-নাসরের পারফরম্যান্স এখন পর্যন্ত দুর্দান্ত। রোনাল্ডোকে ছাড়াই তারা প্রথম ম্যাচে ইস্তিকললকে ৫–০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে আল-জাওরাকে ২–০ গোলে পরাজিত করেছে।

এই জয়ে তারা অপরাজিত থেকে গ্রুপের শীর্ষে অবস্থান করছে এবং গোয়ায় আসন্ন ম্যাচের জন্য তাদেরকেই ফেভারিট বলে ধরে নিচ্ছেন সমর্থকরা। রোনাল্ডো মাঠে না থাকলেও, আল-নাসরের শক্তিশালী লাইনআপ এবং জর্জ জেসুসের নেতৃত্বে গোয়ার দর্শকরা এক উচ্চমানের ফুটবল উপভোগের প্রত্যাশায় রয়েছেন।

পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোয়ার বিরুদ্ধে খেলতে ভারতে আসবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই। মাঝে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচে আল-নাসর এফসির হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে গোয়ায় আসার সম্ভাবনা জোরালো হয়েছিল আরও।

এফসি গোয়ার সিইও রবি পুষ্কর জানিয়েছিলেন, রোনাল্ডোর ভিসা ইতিমধ্যেই প্রসেসিংয়ের জন্য জমা দেওয়া হয়েছে।  গোয়া পুলিশ তার মধ্যেই এফসি গোয়াকে আশ্বাস দিয়েছিল যে রোনাল্ডোর সফর নিশ্চিত হওয়ার খবর দেরিতে এলেও নিরাপত্তা নিয়ে কোনও ঘাটতি থাকবে না। পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রবি পুষ্কর বলেছিলেন, ‘পুলিশ প্রশাসন রোনাল্ডোর বিষয়ে স্পষ্টতা চেয়েছিল। আমরা জানিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত আল-নাসর ক্লাবের, এবং সাধারণত ভ্রমণের ঠিক আগে বিষয়টি জানানো হয়। আল-নাসরের অনুরোধে আমরা রোনাল্ডোর ভিসার আবেদন জমা দিয়েছি।’ উল্লেখ্য, শুধু রোনাল্ডো নয় সৌদি প্রো লিগের তারকাখচিত ক্লাব আল-নাসর দলে রয়েছেন আরও বহু বিশ্বমানের ফুটবলার। 

রয়েছেন সাদিও মানে (প্রাক্তন লিভারপুল তারকা), জোয়াও ফেলিক্স (প্রাক্তন চেলসি তারকা) এবং কিংসলে কোমান (প্রাক্তন বায়ার্ন মিউনিখ তারকা)। যদিও রোনাল্ডো এখন পর্যন্ত আল-নাসরের প্রথম দুটি গ্রুপ-পর্বের ম্যাচ এফসি ইস্তিকলল (ঘরের মাঠে) ও আল-জাওরার (ইরাক সফর) বিরুদ্ধে খেলেননি,