আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানা কেন ভারতীয় দলে? এই প্রশ্ন তুলে দিলেন নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। এর জন্য টিম ম্যানেজমেন্টকে দুষেছেন শ্রীকান্ত। তাঁর দাবি ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরের ইয়েসম্যান হিসেবে পরিচিত রানা।
সেই হর্ষিত রানা অস্ট্রেলিয়া সফরে প্রথম দুটো ম্যাচে ব্যর্থ হন। কিন্তু সিডনিতে জ্বলে ওঠেন। চার-চারটি উইকেট নেন।
তাঁর খাস সমালোচনা কৃষ্ণমাচারি শ্রীকান্ত পর্যন্ত ইউ টার্ন নেন। একদিন গালমন্দ করেছিলেন রানাকে। সিডনির চোখধাঁধানো পারফরম্যান্সের পরে রানার প্রশংসায় পঞ্চমুখ শ্রীকান্ত। তিনি বলেছেন, ''হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করেছে। ওয়ানডেতে চার উইকেট বড় পারফরম্যান্স।''
আরও পড়ুন: কী হল শ্রেয়স আইয়ারের? এখনই দেশে ফেরা হচ্ছে না ভারতীয় তারকার, কারণ জানলে চমকে যাবেন
শ্রীকান্ত আরও বলেন, ''আজ হর্ষিত রানা প্রশংসার যোগ্য। আমি খুব খুশি ওর জন্য। হ্যাঁ এটা ঠিক আমি হর্ষিত রানার সমালোচনা করেছিলাম। দিনের শেষে তুমি ভাল পারফরম্যান্স করেছো। আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।''
হর্ষিত রানার সমালোচনা করায় আগে গম্ভীর পাল্টা আক্রমণ করেছিলেন শ্রীকান্তকে। বলেছিলেন, ''অত্যন্ত লজ্জার যে ২৩ বছরের একটা ছেলেকে নিজের ইউটিউবের হিট বাড়ানোর জন্য টার্গেট করেছে।''
শ্রীকান্তের সমালোচনা নিশ্চয় হর্ষিত রানার কানে গিয়েছিল। সিডনিতে তিনি জ্বলে ওঠেন। অনন্ত চাপ নিয়ে খেলতে নেমেছিলেন তিনি।
মারাত্মক চাপ মাথায় নিয়ে সিডনিতে খেলতে নেমেছিলেন হর্ষিত রানা। তাঁকে বলা হত গৌতম গম্ভীরের ইয়েসম্যান। প্রাক্তন ক্রিকেটাররা পর্যন্ত হর্ষিত রানার তীব্র সমালোচনা করেছিলেন। তিনি মুখে কোনও কথা বলেননি। অপেক্ষায় ছিলেন রানা। বেছে নিয়েছিলেন বড় মঞ্চ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড সেই প্ল্যাটফর্ম। চার-চারটি উইকেট নেন তিনি। পারথ ও অ্যাডিলেডে ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারেননি হর্ষিত রানা। মাঠে নামার আগে গম্ভীরের কড়া বার্তা হর্ষিত রানাকে তাতিয়ে দিয়েছিল। গম্ভীর বলেছিলেন, ''পারফর্ম কর, নইলে বসিয়ে দেবো তোকে।'' সিডনিতে রানা কোচ গম্ভীরের কথা রেখেছেন। গম্ভীরের মান রাখলেন হর্ষিত রানা। সিডনিতে নিলেন চার উইকেট। ৮.৪ ওভার হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নিলেন হর্ষিত। রান দিয়েছেন ৩৯। তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজলেউড।
ম্যাচে শুভমান গিলের কথা না শুনে রোহিত শর্মার কথা শোনেন। সে কথা নিজেই জানিয়েছেন রানা। হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল, কার উইকেট নিয়ে তিনি বেশি খুশি হয়েছেন? ভারতের অলরাউন্ডারের বক্তব্য, ''মিচ ওয়েনের উইকেটটা ফেভারিট। আমি গল্পটা বলছি আপনাদের। শুভমান গিল আমাকে স্লিপ দিতে চেয়েছিল। আমি বলে দিই, স্লিপের দরকার নেই। রোহিত ভাইয়া দাঁড়িয়েছিলেন কভারে। আমাকে বলে ওঠেন, স্লিপ নিয়ে নে। আমি যাচ্ছি স্লিপে। আমি মেনে নিই। বলি ঠিক আছে ভাইয়া, আপনি দাঁড়ান। আমি উইকেটটা পাই।''
আরও পড়ুন: ছিলেন গম্ভীরের ডানহাত, এবার তিনিই ‘সর্বেসর্বা’, কেকেআরের নতুন হেড কোচ এই তারকা...
