আজকাল ওয়েবডেস্ক: মেসি প্রেমে মজে একশো ছুঁই ছুঁই বৃদ্ধা। আর্জেন্টাইন মহাতারকাকে সটান বিয়েরই প্রস্তাব দিয়ে বসলেন।
ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি পৌঁছেছে নক আউট পর্বে। মেসির সঙ্গে খেলা তাঁর প্রাক্তন ক্লাব প্যারিস সাঁ জাঁ-র।
মেসির জন্মদিনে গ্রুপ পর্বে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে খেলা শেষ হয় ইন্টার মায়ামির। আর তার ফলে নক আউটের ছাড়পত্র জোগাড় করে ফেলেন মেসিরা। সেই ম্যাচেই ৯৮ বছরের বৃদ্ধাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গিয়েছে মেসিকে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে গ্যালারিতে ছিলেন সেঞ্চুরি ছুঁতে চলা বৃদ্ধা ঠাকুমা। প্ল্যাকার্ডে তিনি লিখে আনেন, ''মেসি উইল ইউ ম্যারি মি?'' মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
???????????? Une grand-mère de 98 ans a demandé Lionel Messi en mariage :
— INTER-MESSI FR (@IntermiamiFR_)
« Messi, veux-tu m'épouser ? »
Messi a accepté ????✅???? pic.twitter.com/oagwC8osy3Tweet by @IntermiamiFR_
সেই ভিডিওয় দেখা যায়, ম্যাচের বিরতির সময়ে মাঠে উপস্থিত ছিলেন মেসি। সেই সময়ে গ্যালারি থেকে সেই বৃদ্ধা মেসিকে উদ্দেশ্য করে প্ল্যাকার্ডটি দেখান। 'এলএম ১০'-এর নজরে আসে তা। দূর থেকে তিনি স্মিত মুখে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জানিয়ে দেন, তিনি পছন্দ করেছেন। তার পরই ইশারা করে নামিয়ে নিতে বলেন সেই প্ল্যাকার্ড।
জানা গিয়েছে ৯৮ বছরের এই বৃদ্ধার নাম পলিন। তিনি ক্রীড়াপ্রেমী। খেলাধুলোর বড় ইভেন্টে তিনি নাতির সঙ্গে উপস্থিত থাকেন। ঠিক যেমন ক্লাব বিশ্বকাপে তিনি গ্যালারিতে উপস্থিত থেকে মেসির খেলা দেখলেন। সেই সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তিকে বিয়েরও প্রস্তাব দেন।
