আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে ওয়ানডে  ফরম্যাটে ভারতের অধিনায়ক করা হয়। দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন গিলের হাতে ওয়ানডের নেতৃত্ব তুলে দেওয়ায় গিল নিজেকে দোষী বলে মনে করেন। 

কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''নতুন অধিনায়কের মানিয়ে নিতে সময় লাগে। গিল জানে রোহিত শর্মা ভুল কিছু করেনি। ওকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গিল যখন হোটেল রুমে শুতে যাবে, তখন মনে মনে ভাববে রোহিত ভাই তো কিছু ভুল করেনি। ভিতরে ভিতরে নিজেকে দোষী সাব্যস্ত করবে। ভাববে লোক আমার পাশে দাঁড়াল। কিন্তু রোহিত ভাইয়ের কথা বিবেচনা করে দেখো। এত ভাল করল, ট্রফি জিতল তার পরেও ওর হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল। আমার হাতে তুলে দেওয়া হল নেতৃত্ব।'' 

আরও পড়ুন: 'তুমি বারবার দেবজিতের কথা বলো কেন? সন্দীপকে প্রশ্ন করেছিলেন অস্কার

নেতৃত্ব না থাকলেও রোহিত কিন্তু অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে। বিরাট কোহলিও রানে ফিরলেন। দুই তারকার ব্যাট ঝলসে ওঠায় অস্ট্রেলিয়াকে খুব সহজেই তৃতীয় ওয়ানডেতে হারাল ভারত। 

রোহিত শর্মা, এই সেঞ্চুরিটা কি গৌতম গম্ভীরকে জবাব দিলেন? নাকি নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে? 

বিরাট কোহলি, আপনার মসৃণ  ৭৪ রান কি কোচ গৌতম গম্ভীরকে উদ্দেশ করে? নাকি নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে যোগ্য জবাব? 


শনিবার সিডনিতে রো-কো জুটি দেখিয়ে দিলেন, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকালেন স্যর ডনের দেশে। তার পরে কোহলির বিরাট আলিঙ্গন। দু'জনেই হাসছেন তখন। ওই হাসি তো জবাব দেওয়ার। ওই হাসি যুদ্ধে জিতে নেওয়ার। এই লড়াই তো কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল না। ছিল নিজের দেশের নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধেও। ছিল গম্ভীরের অনাস্থার বিরুদ্ধে। ছিল সেই সব মানুষের বিরুদ্ধে যাঁরা দুই মহাতারকার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ''ওদের এবার সরে যাবার সময় হয়েছে।'' সেঞ্চুরি করেও রোহিত কি জানেন তিনি স্থানচ্যুত হবেন না আর? কোহলিও কি সেই গন্ধ পেলেন? 

আরও পড়ুন:  বুকের পাঁজরে চোট, হাসপাতালে শ্রেয়স, কী আপডেট দিল বিসিসিআই?