আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বুটজোড়া তুলে রাখলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন।
কনিষ্ঠ ফরম্যাটে কিউয়িদের হয়ে তাঁর সংগ্রহে ২৫৭৫ রান। নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় তিনি।
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার ঠিক আগে টি-টোয়েন্টি ফরম্যাটকেই বিদায় জানালেন উইলিয়ামসন।
২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। অধিনায়কত্বও করেছেন। ক্যাপ্টেন ছিলেন ৯৩টি ম্যাচে। ২০১৬, ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে এবং ২০২১ সালের বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে উইলিয়ামসন বলেন, ''দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এই সংস্করণের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। (অবসরের সঠিক সময় এখনই। আমার অবসর ভবিষ্যতের সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটা পরিষ্কার বার্তা দেবে।''
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেন। তার পর থেকে তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে নামেননি। উইলিয়ামসন এখন জাতীয় দলেও আর নিয়মিত নন। বেছে বেছে ম্যাচ খেলেন তিনি।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি উইলিয়ামসন ছিলেন না চোটের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে ফিরেছিলেন। চোটের জন্য সিরিজের শেষ ম্যাচেও নামেননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করলেও কেন উইলিয়ামসন কিন্তু দেশের জার্সিতে ওয়ানডে-টেস্ট এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলবেন। জাতীয় দল যখন টি-টোয়েন্টি ফরম্যাটে নামবেন, তিনি তখন বাইরে থেকে দলকে উৎসাহ জোগাবেন।
