আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Cricket Australia)। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজটি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় দলের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। ওয়ানডে দলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।

গত বছর অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের মধ্যমসারির ব্যাটার মার্নাস লাবুশেনকে বাদ দেওয়া হয়েছে তাঁর খারাপ ফর্মের জন্য। অপরদিকে, কব্জির চোট থেকে এখনও সেরে না ওঠায় গ্লেন ম্যাক্সওয়েল বাদ পড়েছেন ওডিআই ও টি-টোয়েন্টি দু’টি ফরম্যাট থেকেই। আশা করা হচ্ছে, তিনি বিগ ব্যাশ লিগে (BBL) ফিরবেন। দলে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যিনি দীর্ঘদিন চোটের জন্য বাইরে ছিলেন। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন মিচেল ওয়েন, ম্যাথিউ রেনশ, এবং ম্যাথিউ শর্ট।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, মিচেল ওয়েন, ম্যাথিউ রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা

দলে এসেছেন: মিচেল ওয়েন, ম্যাথিউ রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক
বাদ পড়েছেন: অ্যারন হার্ডি, ম্যাথিউ কুহনেমন, মার্নাস লাবুশেন


টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাথান এলিস। যিনি সন্তানের জন্মের কারণে কিছুদিন দল থেকে বাইরে ছিলেন। এছাড়া, পেশির চোট কাটিয়ে ফিরেছেন জশ ইংলিস। বাদ পড়েছেন অ্যালেক্স কেরি ও জশ ফিলিপে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড বনাম ভারত (প্রথম দুটি ম্যাচ):


মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, ম্যাথিউ কুহনেমন, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা

দলে ফিরেছেন: নাথান এলিস, জশ ইনগ্লিস
বাদ পড়েছেন: অ্যালেক্স কেরি, জশ ফিলিপে

অন্যদিকে, বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন নতুন অধিনায়ক। অর্থাৎ, রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব গেল পুরোপুরি। তবে দলে জায়গা পেয়েছেন হিটম্যান এবং বিরাট কোহলি। উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের।

তবে এই সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব পুরোপুরি গেল রোহিত শর্মার হাত থেকে।

একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য বেশি পরিবর্তন নেই। যে দলকে এশিয়া কাপে খেলতে দেখা গিয়েছিল সেই দলকেই খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াতেও। বুমরাকে একদিনের সিরিজে না দেখা গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে।

এই সিরিজে মূল আকর্ষণই রোহিত এবং কোহলির প্রত্যাবর্তন। যে কারণে একদিনের সিরিজে পুরো প্যাকড আপ স্টেডিয়াম থাকবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়াতে খেলেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দীর্ঘ সময় পর সেই অস্ট্রেলিয়ার মাটিতেই নীল জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে দুই তারকার। পার্থে চলতি অক্টোবরেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের সিরিজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল: শুভমান গিল(অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল(উইকেটকিপার), নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়াল।