আজকাল ওয়েবডেস্ক: ভারত -ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে মাত্র এক সপ্তাহ বাকি। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর এবার দায়িত্ব তরুণ ব্রিগেডের কাঁধে। সাই সুদর্শনের ওপর নজর থাকবে। অভিমন্যু ঈশ্বরণ এবং শার্দূল ঠাকুরের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তারই মধ্যে নিজের প্রথম একাদশ বেছে নিলেন সঞ্জয় বাঙ্গার। তাতে যশস্বীর সঙ্গে ওপেনার কেএল রাহুল। তিন নম্বরে রাখছেন অভিমন্যু ঈশ্বরণকে। চারে শুভমন গিল। বাঙ্গার বলেন, 'আমার দলে থাকবে যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, ঋষভ পন্থ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব। তিনজন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা। আমার কাছে নীতিশ একজন ব্যাটার, যে বল করতে পারে। আমি ওকে বোলার হিসেবে দেখি না, কে ব্যাট করতে পারে। আমার দলে শার্দূলের আগে নীতিশকে রাখব।' 

অন্যদিকে লাল বলের নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলকে একশো শতাংশ সমর্থন জানান হরভজন সিং। তরুণ নেতাকে যথাযথ সময় দেওয়ার আর্জি জানান প্রাক্তন তারকা। ভাজ্জি বলেন, 'প্রত্যেক অধিনায়কের ব্যাটন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এক-দু'মাসে অধিনায়ক তৈরি হয় না। গিলকে সময় দিলে নিশ্চয়ই সফল হবে। ও অধিনায়ক হিসেবে কতটা কার্যকরী, সেটা প্রমাণ করে দেখাবে। ব্যাটার হিসেবে আমরা ওকে দেখেছি। ও গিল সাহেব দ্য গ্রেট।' তরুণ দল হলেও ইংল্যান্ডের মাটিতে ভারতের সাফল্যের বিষয়ে আশাবাদী ভাজ্জি।