আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুই ম্যাচে শূন্যতে আউট হয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জোড়া শূন্য। একদিনের ক্রিকেটের কেরিয়ারে এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর শূন্য করেন। কোহলির ফর্ম, ফিটনেস এবং ২০২৭ বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই মধ্যে অভিনব পরামর্শ ভারতের প্রাক্তন ক্রিকেটারের। বিরাটের ব্যাটিং পজিশন বদলে ফেলার আর্জি জানালেন সাদাগোপ্পান রমেশ। গৌতম গম্ভীর সহ টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেন, কোহলিকে দিয়ে ওপেন করানোর জন্য। শুভমন গিলকে ওয়ান ডাউনে খেলানোর পরামর্শ দেন। নিজের ইউ টিউব চ্যানেলে রমেশ বলেন, 'আমি ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে অন্যভাবে ভাবতে বলব। টি-২০ ক্রিকেটের মতো বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দিয়ে ওপেন করানোর কথা বলব। শুভমনকে তিন নম্বরে নামানো উচিত। ওকে প্রথম থেকেই নামানো উচিত যাতে শূন্য থেকে শুরু করতে পারে। সেক্ষেত্রে চাপ থাকবে না। অনেক সময় কিংবদন্তি ক্রিকেটারদেরও সাহায্য লাগে।'
রমেশ মনে করেন, কেরিয়ার এবং ভবিষ্যত নিয়ে টেনশনে আছেন কোহলি। তাই ওপেনিংয়ে নামলে চাপমুক্ত হয়ে খেলতে পারবে। রমেশ বলেন, 'দেখে মনে হচ্ছে, ব্যাট করার সময় কোহলি প্রচণ্ড চাপে থাকে। ব্যর্থ হতেই পারে। তবে কোনও আনন্দ ছাড়া ব্যাট করতে দেখে খারাপ লাগছে। ব্যাটাররা দু'ধরনের চাপে থাকে। একটা কেরিয়ার নিয়ে। অন্যটা ম্যাচের পরিস্থিতির ওপর। আমার বিরাট কোহলির জন্য খারাপ লাগছে। কারণ সবাই ওর কেরিয়ারের ওপর চাপ সৃষ্টি করছে। এটার প্রভাব ওর ওপর পড়ছে। বিশেষ করে যখন একটা ফরম্যাটে খেলছে। যার ফলে ওর ম্যাচ প্র্যাকটিসের অভাব আছে। কেরিয়ারের চাপের পাশাপাশি, ম্যাচের পরিস্থিতি নিয়েও চাপে আছে। প্রতিবার দলের ১০ এবং ১৫ রানের মাথায় নামছে। সেটা বাড়তি চাপ হচ্ছে ওর।' পারথে আট বলে শূন্য রান করেন বিরাট। অ্যাডিলেডে মাত্র চার বল ক্রিজে ছিলেন। শূন্যতে ফেরেন। তবে তৃতীয় একদিনের ম্যাচে রান পান। অর্ধশতরান করেন কোহলি।
