আজকাল ওয়েবডেস্ক: আইএসএল নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। নতুন মরশুমে কি আদৌ হবে দেশের একনম্বর লিগ? 

আইএসএলে অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে এফএসডিএল কর্তাদের। ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক ক্লাবগুলোকে এফএসডিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্টার রাইটস এগ্রিমেন্টের ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে এবার আইএসএলের বলই গড়াবে না।  

এবার যে খবর শোনা যাচ্ছে, তা হল, আগামী ১০ বছর আইএসএলে কোনও অবনমন থাকবে না। আবার আই লিগ চ্যাম্পিয়ন হলেই প্রমোশন নেই। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ক্লাবগুলোকে। 

২০১৪ সাল থেকে শুরু হয়েছে আইএসএল। অবনমন নেই আইএসএলে। এবার নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, পরের  ১০ বছরেও আইএসএলে থাকবে না অবনমন। 

এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে যে চুক্তি তা মাস্টার রাইটস এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তি বাবদ এফএসডিএলের কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পায় এআইএফএফ। এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। 

নির্ধারিত সময় ১৪ সেপ্টেম্বরে আইএসএলের বল গড়ালে তা চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। এদিকে ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে এই চুক্তি। তাহলে বাকি দিন কীভাবে চলবে আইএসএল? 

এফএসডিএল-এর তরফ থেকে ক্লাবগুলোকে দলগঠনের ব্যাপারে ধীরে চলো নীতি নিতে বলা হয়েছে। আর মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলে ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে বল গড়াবে না ইন্ডিয়ান সুপার লিগের। 

নতুন কোনও আয়োজকও এই মুহূর্তে হাতে নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। এই অবস্থায় ভারতীয় ফুটবল অন্ধকারে।