আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে দেশের সবচেয়ে দামি গায়ক ও কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দ্র-র।
এবার সোশ্যাল মিডিয়ায় দুই জগতের দুই তারকাকে নিয়ে প্রবল চর্চা। কাব্যর সঙ্গে বিয়ে হচ্ছে অনিরুদ্ধর। সোশ্যাল মিডিয়া উত্তাল। এরকম অবস্থায় অনিরুদ্ধ রবিচন্দ্র এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন। ভক্তদের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলছেন, ''বিয়ে আহহ? চিল আউট গাইজ। এই ধরনের জল্পনা ছড়ানো বন্ধ করো।''
একাধিক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অনিরুদ্ধ ও কাব্যকে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। কিছু ভক্ত লিখেছেন, অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে কলানিধি মারানের সঙ্গে কথা বলেছেন স্বয়ং রজনীকান্ত। কিন্তু অনিরুদ্ধ এক পোস্টেই সেই সব জল্পনাকে দূর করেছেন।
Marriage ah? lol .. Chill out guys ???? pls stop spreading rumours ????????
— Anirudh Ravichander (@anirudhofficial)Tweet by @anirudhofficial
কাব্য ও অনিরুদ্ধর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। এবার সেই আলোচনা পৌঁছে গেল বিয়ে পর্যন্ত। আইপিএল চলাকালীন বলা হচ্ছিল, শত্রুর প্রেমে মজে কাব্য। চেন্নাই সুপার কিংসের থিম সংয়ের কম্পোজার অনিরুদ্ধ। ক্রিকেট মাঠে চেন্নাই আবার সানরাইজার্স হায়দরাবাদের কঠিন প্রতিদ্বন্দ্বী।
