আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগেই আটক রিঙ্কু সিংয়ের স্ত্রী। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয়ে গিয়েছে রিঙ্কুর। আর কয়েক মাসের মধ্যেই হবে বিয়ে।
প্রসঙ্গত, বিহারে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। এদিকে, চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। বিরোধীদের দাবি, বিজেপি চক্রান্ত করেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কাজ করেছে। এরই প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছিল ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা। সেই দলে ছিলেন রিঙ্কুর হবু স্ত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। বিক্ষোভ দেখানোর জেরে আরও অনেক নেতা ও নেত্রীর সঙ্গে প্রিয়াকেও আটক করে পুলিশ। এছাড়াও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদরা, মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করা হয় পুলিশের তরফে।
এদিকে, প্রিয়া আটক হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেছেন। এক জন বলেছেন, ‘এই ঘটনায় রিঙ্কুর ক্রিকেট কেরিয়ার না ক্ষতিগ্রস্ত হয়।’
রিঙ্কু এখন এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত। সঙ্গে উত্তরপ্রদেশ টি২০ লিগেও খেলবেন রিঙ্কু। সম্প্রতি নয়ডার স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুশীলন করছিলেন রিঙ্কু। আচমকাই সেখানে হাজির হয়েছিলেন প্রিয়া। চমকে দিয়েছিলেন রিঙ্কুকে। সেই প্রিয়াই এবার হলেন আটক। যা অস্বস্তিতে ফেলে দিল রিঙ্কুকে।
প্রসঙ্গত, দেশের হয়ে এখনও অবধি ৩৩টি টি২০ ও দুটি একদিনের ম্যাচ খেলেছেন রিঙ্কু। টি২০ তে করেছেন ৫৪৬ রান। আর একদিনের ক্রিকেটে ৫৫। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছিলেন গত মরসুমে।
এদিকে সামনেই এশিয়া কাপ। রিঙ্কু দলে থাকবেন এটা নিশ্চিত। আগস্টের ১৯ কিংবা ২০ তারিখ দল ঘোষণা করা হবে। তার আগে প্রিয়ার গ্রেপ্তারির খবরে বেশ চাপে পড়ে গেলেন রিঙ্কু।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে রোহিত ও বিরাটকে? জেনে নিন ইংল্যান্ড সফরের আগে কী বলে গিয়েছিলেন গম্ভীর...
এদিকে, সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগস্ট ১৯ বা ২০ তারিখ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে বিসিসিআইয়ের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্পোর্টস সায়েন্স দলের মেডিক্যাল বুলেটিন পাওয়ার ওপর। যার মধ্যে রয়েছে দলের অধিনায়ক সুর্যকুমার যাদবের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যও। যদিও সূর্যকুমার ইতিমধ্যেই বেঙ্গালুরুর নেটে ব্যাটিং শুরু করেছেন। রিপোর্ট অনুযায়ী, নির্বাচক কমিটি দলে বড় কোনও পরিবর্তনে আগ্রহী নয়।
কারণ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা টিম ইন্ডিয়ার অত্যন্ত শক্তিশালী টপ ফাইভ। বিসিসিআই সূত্রে খবর, অভিষেক শর্মা আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা টি–টোয়েন্টি ব্যাটার। সঞ্জু স্যামসন গত সিজনে ব্যাট এবং গ্লাভস দুটোতেই অসাধারণ। তবে শুভমান গিলের বর্তমান ফর্মও উপেক্ষা করার মতো নয়। আইপিএলেও তাঁর ভাল পারফরম্যান্স ছিল। মূল সমস্যা হল টপ অর্ডারে অনেক প্রতিযোগী রয়েছেন। ফলে, একাধিক প্রতিদ্বন্দ্বিতার কারণে যশস্বী জয়েসওয়াল ও সাই সুদর্শনের জন্য স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হতে পারে। এখন দেখার কারা সুযোগ পান দলে।
