আজকাল ওয়েবডেস্ক: জীবনের সেরা বোলিং সিডনিতে করলেন হর্ষিত রানা। এবং সিডনির পারফরম্যান্স ভারতের অলরাউন্ডারকে হয়তো জায়গা করে দিল ২০২৭ সালের বিশ্বকাপে।
ভারত অধিনায়ক শুভমান গিল জানান, ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে বোলিং অলরাউন্ডারের সমাধান সূত্র হয়তো পেয়ে গেল ভারত। গিল আরও বলেন, হর্ষিত রানা যদি আট নম্বরে নেমে ধারাবাহিকভাবে ২০-২৫ রান করে যান, তাহলে তাঁর জায়গা পাকা।
প্রথম দুটো ওয়ানডে-তে হর্ষিত রানা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু তৃতীয় ওয়ানডে-তে গৌতম গম্ভীর তাঁকে কড়া বার্তা দেন। প্রবল চাপ নিয়ে মাঠে নেমেছিলেন রানা। দিনের শেষে ভারত জিতেছে। তাঁর নামের পাশে লেখা চার-চারটি উইকেট।
আরও পড়ুন: 'ওর স্বভাবই এরকম, দোষ চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে...', অস্কার-সন্দীপ ইস্যুতে বিস্ফোরক ক্লেটন ...
রানা প্রসঙ্গে গিল বলেন, ''আমার মনে হয় আমাদের জন্য ৮ নম্বর পজিশন, যদি একজন ব্যাটসম্যান সেখানে ধারাবাহিকভাবে ২০-২৫ রান করতে পারে,তাহলে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। এ ব্যাপারে আমরা একমত যে হর্ষিত রানা এই কাজটা করতে পারবে।''
২০২৭ বিশ্বকাপের জন্য এখনও সময় রয়েছে। হর্ষিত রানা নিজেকে গুছিয়ে নেওয়ার আরও সময় পাবেন। তবে তাঁকে দক্ষ হয়ে উঠতে হবে। আরও বৈচিত্র্য আনতে হবে বোলিংয়ে।
ভারত অধিনায়ক গিল আরও বলেন, ''খুব কম ফাস্ট বোলারই রয়েছে যারা লম্বা এবং ১৪০ কিমির বেশি বল করতে পারে। আমরা যদি দক্ষিণ আফ্রিকার দিকে তাকাই, তাহলে এই ধরনের উইকেটে এই ধরনের বোলাররা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ মাঝের ওভারগুলিতে আমরা দেখেছি যে বল খুব বেশি মুভ করে না। বোলারের উচ্চতা এবং গতি যদি ভাল থাকে, তাহলে সেই বোলার সুযোগ তৈরি করতে পারে।''
মারাত্মক চাপ মাথায় নিয়ে সিডনিতে খেলতে নেমেছিলেন হর্ষিত রানা। তাঁকে বলা হত গৌতম গম্ভীরের ইয়েসম্যান। প্রাক্তন ক্রিকেটাররা পর্যন্ত হর্ষিত রানার তীব্র সমালোচনা করেছিলেন। তিনি মুখে কোনও কথা বলেননি। অপেক্ষায় ছিলেন রানা। বেছে নিয়েছিলেন বড় মঞ্চ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড সেই প্ল্যাটফর্ম। চার-চারটি উইকেট নেন তিনি। পারথ ও অ্যাডিলেডে ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারেননি হর্ষিত রানা। মাঠে নামার আগে গম্ভীরের কড়া বার্তা হর্ষিত রানাকে তাতিয়ে দিয়েছিল। গম্ভীর বলেছিলেন, ''পারফর্ম কর, নইলে বসিয়ে দেবো তোকে।'' সিডনিতে রানা কোচ গম্ভীরের কথা রেখেছেন। গম্ভীরের মান রাখলেন হর্ষিত রানা। সিডনিতে নিলেন চার উইকেট। ৮.৪ ওভার হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নিলেন হর্ষিত। রান দিয়েছেন ৩৯। তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজলেউড।
হর্ষিত রানাকে নিয়ে কালি খরচ হয়েছিল সাংবাদ মাধ্যমে। তিনি গৌতম গম্ভীরের ইয়েসম্যান হওয়ায় দলে জায়গা পান বলে শোনা গিয়েছিল। এদিন হর্ষিত রানা সেই সব অভিযোগ উড়িয়ে দিলেন। এদিন তিনি শুভমান গিলের কথা না শুনে রোহিত শর্মার কথা শোনেন। সে কথা নিজেই জানিয়েছেন রানা। হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল, কার উইকেট নিয়ে তিনি বেশি খুশি হয়েছেন? ভারতের অলরাউন্ডারের বক্তব্য, ''মিচ ওয়েনের উইকেটটা ফেভারিট। আমি গল্পটা বলছি আপনাদের। শুভমান গিল আমাকে স্লিপ দিতে চেয়েছিল। আমি বলে দিই, স্লিপের দরকার নেই। রোহিত ভাইয়া দাঁড়িয়েছিলেন কভারে। আমাকে বলে ওঠেন, স্লিপ নিয়ে নে। আমি যাচ্ছি স্লিপে। আমি মেনে নিই। বলি ঠিক আছে ভাইয়া, আপনি দাঁড়ান। আমি উইকেটটা পাই।''
আরও পড়ুন: মহিলাদের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? প্রকাশ্যে এল তা ...
