আজকাল ওয়েবডেস্ক: পিতা-পুত্রের একই দিনে গোল! বিশ্বফুটবলে এমন নজির নেই বললেই চলে। 

১ নভেম্বর, ২০০৩ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

২২ বছর পর সেই ১ নভেম্বর পর্তুগালের অনূর্ধ্ব ১৬ দলের হয়ে প্রথম গোল করেন রোনাল্ডো-পুত্র। 
তুরস্কের বিরুদ্ধে অভিষেক হয়েছিল জুনিয়র রোনাল্ডোর। কিন্তু সেই ম্যাচে তিনি পরিবর্ত হিসেবে নেমেছিলেন রোনাল্ডো-পুত্র। 

ওয়েলসের বিরুদ্ধে প্রথমার্ধেই নামানো হয় তাঁকে।  ৪২ মিনিটে জুনিয়র রোনাল্ডো গোল করেন। তাঁর গোলেই এগিয়ে যায় পর্তুগিজরা। পর্তুগাল অবশ্য ম্যাচটা জিতে নেয় ৩-০ গোলে। 

?ref_src=twsrc%5Etfw">November 1, 2025

রোনাল্ডো-পুত্রের গোলের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গোলের ভিডিও দেখার পরে অনেকেই সিনিয়র রোনাল্ডোর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। 

রোনাল্ডো সেই গোলের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। ইমোজি দিয়ে সিআর সেভেন বুঝিয়েছেন আগুনে গোল। 

ছেলের ম্যাচের পরে রোনাল্ডো সৌদি প্রো লিগে জোড়া গোল করেন। আল ফেইয়া ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায়। রোনাল্ডো সমতা ফেরান ৩৭ মিনিটে। রোনাল্ডো দ্বিতীয় গোলটি করেন ১০৫ মিনিটে। রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৯৫২। ২২ বছর আগে রোনাল্ডো ম্যান ইউ-এর হয়ে ১ নভেম্বর পোর্টসমাউথের বিরুদ্ধে গোল করেছিলেন। একই দিনে মহানায়কের ছেলে অনূর্ধ্ব ১৬ দলের হয়ে প্রথম গোল করলেন।