আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরে খেলতে এসে বিপত্তি। ঘরবন্দি হয়ে পড়লেন ক্রিস গেইল, জেসি রাইডার, মার্টিন গাপ্টিলের মতো বিখ্যাত ক্রিকেটাররা! জানা গিয়েছে, ইন্ডিয়ান হেভন প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন এই বিখ্যাত ক্রিকেটাররা। একটি হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করেন আয়োজকরা। কিন্তু সেই হোটেলের বিরাট অঙ্কের বকেয়া ফাঁকি দিয়ে আয়োজকরা পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। বকেয়া না পেয়ে তারকা ক্রিকেটারদের কার্যত আটকে রাখা হয় কাশ্মীরের ওই হোটেলে।
ঠিক কী ঘটেছে কাশ্মীরের ওই লিগকে ঘিরে? মেলিসা জুনিপার নামে এক আম্পায়ার জানান, ‘হোটেল, ক্রিকেটার, আম্পায়ার সকলের কাছে বিরাট অর্থ বকেয়া রয়েছে আয়োজকদের। টাকা না মিটিয়েই পালিয়েছে তারা।’ অন্যদিকে, হোটেলের এক শীর্ষ আধিকারিক জানান, ‘কাশ্মীরের পর্যটনকে উৎসাহিত করতে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে লিগের আয়োজকরা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বকেয়াটুকু পর্যন্ত না মিটিয়ে আয়োজকরা পালিয়েছে।’ সূত্রের খবর, বকেয়া না পাওয়ার দরুণ ক্রিকেটারদের হোটেল ছাড়তে দেয়নি কর্তৃপক্ষ। পরে অবশ্য সেই সমস্যার সমাধান হয়েছে, চেক আউট করেছেন ক্রিকেটাররা।
কিন্তু কেন আচমকা পালালেন আয়োজকরা? পরবর্তী উমরান মালিক অথবা পারভেজ রসুলদের তুলে আনার লক্ষ্যে এই লিগ খেলা হবে বলে তাঁদের দাবি ছিল। সেজন্য ৩২ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের সই করানো হয়, আটটি দলে খেলার জন্য। অন্তত ২৫ থেকে ৩০ হাজার দর্শক হবে এই টুর্নামেন্টে, এমনটাই আশা ছিল। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। গেইল খেলার সময়ে খানিক দর্শক হলে বাকি সময়ে একেবারেই ফাঁকা। তার জেরেই বিপুল লোকসান হয় আয়োজকদের। পুঁজি শেষ হতেই চম্পট দিয়েছেন তাঁরা।
এরপর ঘোর সমস্যায় পড়েন ক্রিকেটাররা। আচমকাই বন্ধ হয়ে যায় লিগ। এমনকি আইনিভাবে চুক্তিও করা হয়নি ক্রিকেটারদের সঙ্গে। তবে আপাতত ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুমতি মিলেছে। কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। খোঁজ মেলেনি আয়োজকদেরও।
