আজকাল ওয়েবডেস্ক: একের পর এক লড়াই। থামার নাম নেই। আন্তর্জাতিক ক্রীড়া আদালত এখনও মামলার রায় জানায়নি। তারই মধ্যে আরও একটি নতুন লড়াইয়ে নেমে পড়লেন ভিনেশ ফোগাত। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এবার ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে আদালতে ভারতীয় কুস্তিগির। আইনজীবী রাহুল মেহরার মাধ্যমে দিল্লি হাইকোর্টে এই মামলা করলেন ভিনেশ। অভিযোগ, প্যারিসে কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং তাঁর হয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৩ সালে ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। মামলায় এই বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিচারপতি শচীন দত্তের কাছে তাঁর আবেদন জমা পড়েছে। কিন্তু শুনানির কোনও দিনক্ষণ এখনও জানানো হয়নি। বর্তমানে গোটা দেশ ভিনেশের পক্ষে। তাই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিরোধী পক্ষের আইনজীবী অনিল সোনি।
গতবছর কুস্তিগিরদের আন্দোলনের প্রভাবে শেষপর্যন্ত সরিয়ে দেওয়া হয় তৎকালীন কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংকে। ভোটে জিতে সেই জায়গায় আসেন সঞ্জয় সিং। কিন্তু তাঁকে মেনে নিতে পারেনি ভিনেশরা। এখনও রুপোর আশায় ভারতীয় কুস্তিগির। তাঁর ফাইনালে নামার আবেদন খারিজ হলেও যৌথ ভাবে রুপো দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করে কোনও লাভ হয়নি। তাই বুধবার রাতে কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেন ভিনেশ। পরিস্থিতি বিচার করে তাঁকে যুগ্মভাগে রুপো দেওয়ার অনুরোধ জানান ভারতীয় কুস্তিগির। এখনও এই মামলা বিচারাধীন। রায়ের অপেক্ষায় ভিনেশের সঙ্গে গোটা দেশ।
গতবছর কুস্তিগিরদের আন্দোলনের প্রভাবে শেষপর্যন্ত সরিয়ে দেওয়া হয় তৎকালীন কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংকে। ভোটে জিতে সেই জায়গায় আসেন সঞ্জয় সিং। কিন্তু তাঁকে মেনে নিতে পারেনি ভিনেশরা। এখনও রুপোর আশায় ভারতীয় কুস্তিগির। তাঁর ফাইনালে নামার আবেদন খারিজ হলেও যৌথ ভাবে রুপো দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করে কোনও লাভ হয়নি। তাই বুধবার রাতে কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেন ভিনেশ। পরিস্থিতি বিচার করে তাঁকে যুগ্মভাগে রুপো দেওয়ার অনুরোধ জানান ভারতীয় কুস্তিগির। এখনও এই মামলা বিচারাধীন। রায়ের অপেক্ষায় ভিনেশের সঙ্গে গোটা দেশ।
