আজকাল ওয়েবডেস্ক: প্রায় ২৪ ঘণ্টা হল রুপোর দাবি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তারপর এই প্রথম নিজের প্রতিক্রিয়া জানালেন ভিনেশ ফোগাত। স্বাধীনতা দিবসের দিন নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন ভারতীয় কুস্তিগির। সেখানে নিজের ম্যাটে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেন। প্যারিস অলিম্পিকে তাঁর একটি বাউটের ছবি। ৫০ কেজি ফ্রিস্টাইলের প্রথম ম্যাচে জাপানের উই সুসাকিকে হারানোর পরের ছবি। সেদিন ম্যাটে শুয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই ছবির সঙ্গে বি প্রাকের 'রব্বা ভে' গানটি দেন ভিনেশ। গানের একটি লাইন, 'দিল টুটা রহে গয়া।' এই গানটি একজনের দুর্ভাগ্য এবং হতাশার কাহিনী ব্যক্ত করে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে আবেদন খারিজ আরও একবার তাঁর মন ভেঙে দিয়েছে। তাহলে কি শেষপর্যন্ত হার মেনে নিলেন ভিনেশ?
রুপোর আবেদন খারিজের পর এই প্রথম পোস্ট করেন ভারতীয় কুস্তিগির। তার কিছুক্ষণ আগেই অবশ্য আইওএর আইনজীবী জানান, তাঁরা এখনও হাল ছাড়বেন না। শুধুমাত্র একটি লাইন লিখে জানিয়ে দেওয়া হয়েছে, ভিনেশের আবেদন খারিজ হয়েছে। বিস্তারিত কিছু জানানো হয়নি। তার অপেক্ষায় রয়েছেন তাঁরা। সেটা পেলেই হরিশ সালভের পরামর্শে সুইস ফেডারেল ট্রাইবুনালে নতুন করে আবেদন করা হবে।
রুপোর আবেদন খারিজের পর এই প্রথম পোস্ট করেন ভারতীয় কুস্তিগির। তার কিছুক্ষণ আগেই অবশ্য আইওএর আইনজীবী জানান, তাঁরা এখনও হাল ছাড়বেন না। শুধুমাত্র একটি লাইন লিখে জানিয়ে দেওয়া হয়েছে, ভিনেশের আবেদন খারিজ হয়েছে। বিস্তারিত কিছু জানানো হয়নি। তার অপেক্ষায় রয়েছেন তাঁরা। সেটা পেলেই হরিশ সালভের পরামর্শে সুইস ফেডারেল ট্রাইবুনালে নতুন করে আবেদন করা হবে।
