আজকাল ওয়েবডেস্ক: সাদা জার্সিতে ফের দেখা যেতে পারে বিরাট কোহলিকে। ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্স ভারতের তারকা ক্রিকেটারকে সই করাতে আগ্রহ দেখিয়েছে। যদি তা বাস্তবের আকার ধারণ করে তাহলে আইপিএলের পরে সাদা জার্সিতে ফের দেখা যেতে পারে কোহলিকে। 

মিডলসেক্স ক্রিকেট ক্লাব-এর তরফ থেকে ক্রিকেট ডিরেক্টর অ্যালান কোলম্যান বলেন, “বিরাট কোহলির সঙ্গে আমরা আলোচনায় আগ্রহী।'' 

প্রশ্ন হল, কোহলি কি কাউন্টি ক্রিকেটে নামতে পারবেন? তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। কেবলমাত্র ওয়ানডে ফরম্যাটে তিনি খেলবেন।  

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চুক্তি অনুযায়ী, চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা বিদেশের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারেন না। মিডলসেক্স কর্তৃপক্ষ কোহলিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং মেট্রো ব্যাঙ্ক কাপ–এ খেলাতে চাইছেন। 

কোহলি মিডলসেক্স দলে যোগ দিলে সেখানে জুটি বাঁধতে পারেন কেন উইলিয়ামসনের সঙ্গে। বিরাট কোহলি যোগ দিলে কাউন্টি ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।