আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে অভিযান শুরু করবে মোহনবাগান। যুবভারতীতে প্রথম ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ রাভসন এফসি। মহাদেশীয় প্রতিযোগিতায় কঠিন গ্রুপে পড়েছে কলকাতায় প্রধান। তুলনায় প্রথম ম্যাচের প্রতিপক্ষ তেমন শক্তিশালী নয়। তাই ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরুতেই বাজিমাত করতে চাইছেন হোসে মোলিনা। সপ্তাহের মাঝে অনেকেই যুবভারতীতে গিয়ে খেলা দেখতে পারবে না। তাহলে কোথায় দেখবেন খেলা? সবুজ মেরুন জনতার জন্য সুখবর, টিভিতে ম্যাচ দেখা যাবে। প্রথমে কোনও টিভি সম্প্রচারের ব্যবস্থা ছিল না। কিন্তু শেষপর্যন্ত জটিলতা কেটেছে। স্পোর্টস ১৮ এ ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে। আইএসএলের মতো জিও সিনেমা অ্যাপেও সম্প্রচার হবে মোহনবাগানের খেলা। পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবে বাগান প্রেমীরা। বুধবার সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে মোহনবাগান-রাভসন এফসি ম্যাচ। ফ্যানকোড অ্যাপেও দেখা যাবে এসিএল টুর ম্যাচ।
এএফসির প্রথম ম্যাচে পুরো টিম পাচ্ছেন না মোলিনা। আইএসএলের উদ্বোধনী ম্যাচে চোট পান অ্যালবার্তো রদ্রিগেজ। আঠারো জনের দলেই নেই তিনি। সম্পূর্ণ ফিট নয় জেমি ম্যাকলারেন। প্রথম একাদশে না থাকলেও তাঁকে আঠারো জনের দলে রাখার একটি সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগের দিন তেমনই ইঙ্গিত দেন বাগান কোচ। প্রত্যেক ম্যাচে এগিয়ে গিয়েও গোল হজম করতে হচ্ছে। এই বিষয়টি নিয়ে সতর্ক সবুজ মেরুন শিবির। তাজিকিস্তানের দলের বিরুদ্ধে ক্লিনশিট রাখাই লক্ষ্য মোলিনার।
