আজকাল ওয়েবডেস্ক: শুধু শুধু বোলিং করিয়ে নষ্ট করা হচ্ছে ক্রিকেট ঈশ্বরের পুত্রকে। তাঁকে ব্যাটিং করতে দেওয়া উচিত। আর ক্রিকেট ঈশ্বরের পুত্র অর্জুন তেণ্ডুলকরকে যদি আনা হয় যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের কাছে, তাহলে তাঁকে বিশ্বসেরা ব্যাটার করে দেবেন ছ'মাসের মধ্যেই। 

এহেন মন্তব্য যোগরাজ সিংয়ের। রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার তরুবার কোহলিকে দেওয়া সাক্ষাৎকারে যুবির বাবা বলেছেন, ''অর্জুন তেণ্ডুলকর যদি আমার কাছে এখন আসে, আমি ওকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়ে দেব ছ' মাসের মধ্যে। ওর ব্যাটের হাত কত ভাল, তা অনেকেই জানেন না। ও আমার সঙ্গে ১২ দিন ছিল, রঞ্জি ট্রফির অভিষেকে শতরান করে অর্জুন। কেউ কি বুঝলেন?'' 

কীভাবে শচীন-পুত্রর দায়িত্ব নিয়েছিলেন যোগরাজ, সেই কথা উঠে এসেছে সাক্ষাৎকারে। যোগরাজ বলছেন, ''শচীন আর যুবরাজ এসে আমাকে অনুরোধ করে অর্জুন তেণ্ডুলকরের দায়িত্ব নাও। আমার সঙ্গে  ১০-১২ দিন ছিল। আমার মতে, অর্জুন দুর্দান্ত একজন ব্যাটসম্যান। ওকে কেন বোলিংয়ে ফেলে রাখা হয়েছে? বোলিং করিয়ে ওর মতো প্রতিভাকে কেন নষ্ট করা হচ্ছে?'' 

যোগরাজ আরও বলেন, ''আমি যুবিকেও বলেছি, শচীনকে বলো অর্জুনকে আমার সঙ্গে বছর খানেক রাখতে বলো, তার পরে দেখো কী হয়!''