আজকাল ওয়েবডেস্ক: বিপদে 'মধুসূদন দাদা' হলেন এক সিভিক ভলান্টিয়ার। আরজি কর কাণ্ডের পর তাদের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও প্রমাণ হল, সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার হলেও সব সিভিক ভলান্টিয়ার কিন্তু সঞ্জয় নয়। অন্তত পূর্ব বর্ধমানের দেবাশিস দত্ত এই কথাই জানাচ্ছেন। তাঁর স্ত্রী'র রক্তের প্রয়োজনে ত্রাতা হয়ে দাঁড়ালেন শোভন শী নামে এক সিভিক ভলান্টিয়ার। 

 

জানা গিয়েছে, দেবাশিসের স্ত্রী অন্তঃসত্ত্বা। ভর্তি আছেন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, স্ত্রীর প্রয়োজন এক ইউনিট রক্ত। হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। গিয়েছিলেন কালনা মহকুমা হাসপাতালে‌। সেখানেও না পেয়ে হতাশ হয়ে তিনি ফোন করেছিলেন পরিচিতদের। যদি তাঁদের কোনও পরিচিত থাকে তবে তিনি যেন এগিয়ে আসেন এই আশায়। কিন্তু কেউই তাঁকে জোগাড় করে দিতে পারেননি। 

 

বিষয়টি জানতে পারেন পেশায় সিভিক ভলান্টিয়ার শোভন। সব শুনে তিনি এগিয়ে আসেন। বলেন, চিন্তা করতে হবে না। তাঁর রক্তের গ্রুপ আর দেবাশিসের স্ত্রীর রক্তের গ্রুপ এক‌। তিনি রক্ত দেবেন। হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন শোভন। চিন্তামুক্ত হন দেবাশিস। তাঁর কথায়, 'এটা একটা মানবিক উদাহরণ। আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।' আর শোভন? তাঁর কথায়, এটা একটা মানবিক কর্তব্য। সকলেরই করা উচিত।