আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত পার্বতীপুর শেঠপাড়া এলাকায় তোলপাড় করা ঘটনা। রাগের মাথায় কোপ মেরে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন যুবতী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গুরুতর অবস্থায় আহত যুবককে ভর্তি করানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। জখম যুবকের নাম আব্দুর রহমান। অভিযুক্তের নাম সোমাইয়া খাতুন। পুলিশ সূত্রে খবর, দুই যুবক-যুবতীর মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার প্রেমিককে বাড়িতে ডেকে পাঠান সোমাইয়া।
তখনই কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আব্দুর এবং সোমাইয়ার। কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন আব্দুর। এরপরেই শনিবার তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠান সোমাইয়া। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আব্দুরকে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে যান ওই যুবতী। সেখানেই একটি গাছে হাত-পা বেঁধে প্রেমিকের গোপনাঙ্গে এক কোপ মারেন বলে অভিযোগ। চিৎকার চেচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
দ্রুত আহত যুবককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় রাতেই যুবতীকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে আসে পুলিশ। ওই যুবতী কী কারণে এমন ঘটনা ঘটালেন তা বুঝে উঠতে পারছেন না দুই পরিবারের কেউই। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা দুই বাড়িই জানত। প্রাথমিক জেরায় ওই যুবতী জানিয়েছে, প্রেমিক ব্ল্যাকমেল করত তাঁর সঙ্গে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি দক্ষিণ সুরিন্দর সিং জানান, ‘হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়ার পরই ডোমজুড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে’।
