আজকাল ওয়েবডেস্ক: বড় রদবদল রাজ্যের প্রশাসনে। প্রশাসনিক রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তাতে স্পষ্ট, রাজ্য সরকার একযোগে বহু আইএএস, ডাব্লিউবিসিএস অফিসারদের বদলি করেছে।
একদিকে ভোট অন্যদিকে এসআইআর। তার আগে রাজ্য প্রশাসনের এই বিরাট রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেকের মত, বিধানসভা ভোটের আগে এই রদবদল হওয়ারই ছিল। কেবল উৎসবের কারণে তা কার্যকর করা হয়নি এতদিন। অন্যদিকে এসআইএর চালু হয়ে গেলে, প্রশাসনের রদবদলে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকাও কার্যকরী হয়ে উঠবে, সেদিক থেকে এই সিদ্ধান্ত আগে গৃহীত হওয়া তাৎপর্যপূর্ণ।

নবান্নর জারি করা এই বিজ্ঞপ্তিতে, তালিকায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক-সহ কোন কোন আমলা-
উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী বদলি হয়ে যাচ্ছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের সচিব পদে।
দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিউনিসিপ্যাল কমিশনার।
হিডকো'র ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেট্টি হচ্ছেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক।
কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক হচ্ছেন।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রহিডকোর ম্যানেজিং ডিরেক্টর পদে বসছেন।
পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দ রাজ্য সরকারের পর্যটন বিভাগের ডিরেক্টর হচ্ছেন।
আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, শরীরে বিষক্রিয়া? আরজি কর হাসপাতালের চিকিৎসকের
দার্জিলিং-এর জেলাশাসক প্রীতি গোয়েল মালদহের জেলাশাসক হচ্ছেন।
মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া হচ্ছেন মুর্শিদাবাদের জেলাশাসক।
হলদিয়া উন্নয়ন পর্ষদের চিফ এগজিকিউটিভ অথোরিটি অফিসার শেখ খোন্তাম সুধীর হচ্ছেন পুরুলিয়ার জেলাশাসক।
কলকাতা পুর নিগমের কমিশনার ধবল জৈন হচ্ছেন বীরভূমের জেলাশাসক।
হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের সচিব ইউ রিষিণ ইসমাইল হচ্ছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।
শিল্প বাণিজ্য দপ্তইরের বিশেষ সচিব রাজু মিশ্র হচ্ছেন কোচবিহারের জেলাশাসক।
বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর হচ্ছেন ঝাড়গ্রামের জেলাশাসক।
উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক মনীশ মিশ্র হচ্ছেন দার্জিলিংয়ের জেলাশাসক।
আরও পড়ুন: দেশজুড়ে SIR ঘোষণা আজই? হঠাৎই বিশেষ তৎপরতা নির্বাচন কমিশনে
বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র হচ্ছেন খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব।
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল হচ্ছেন উত্তর চব্বিশ পরগনা উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি হচ্ছেন ইউডি অ্যান্ড এমএ দপ্তরের বিশেষ সচিব।

২২ জন অতিরিক্ত জেলাশাসক, ওএসডি'র রদবদলের তালিকা দিয়েছে নবান্ন। তালিকায় পুর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, বীরভূম, মালদহ, জলপাইগুড়ি, বাঁকুড়া, হাওড়া।

বদলির বিজ্ঞপ্তি ১৫ জন মহকুমা শাসককে। তালিকায়-শিলিগুড়ি, বসিরহাট, কালনা, মাথাভাঙা, মাল, রামপুরহাট, জঙ্গিপুর, খড়গপুর, এগরা, চন্দননগর, কান্দি, কার্শিয়াং, ইসলামপুর, কাটোয়া, রানাঘাট।
