আজকাল ওয়েবডেস্ক: ভারতের মতো জনবহুল দেশে যেখানে ঝড়ের বেগে বাড়ছে সোনার দাম ঠিক তেমনভাবেই কমছে সোনার চাহিদা। বিষয়টি যদি ভেবে দেখা যায় তাহলে দেখা যাবে একেবারে সঠিক পথেই যাচ্ছে সোনার বাজার। তবে চলতি বছরের হিসেব দেখে চোখ কপালে উঠেছে সকলের। সেখানে দেখা গিয়েছে সোনার দাম বৃদ্ধির সঙ্গে রেকর্ড হারে কমছে সোনা কেনার ধুম।


বিশ্বের সোনার বাজারকে যদি হিসেব করে দেখা হয় তাহলে সেখান থেকে দেখা যাবে এই হলুদ ধাতুর চাহিদা কোথায় কম হয়নি। সেখান থেকে ২০২৫ অর্থবর্ষে সোনার বিক্রি এখনও পর্যন্ত হয়েছে ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন। অন্যদিকে ২০২০ সালের যদি একটি হিসেব দেখা যায় তাহলে সেখান থেকে দেখা যায় এটি ছিল মাত্র ৮.২.৮ টন। ফলে বছরের এখনও যে সময় বাকি রয়েছে সেখান থেকে সোনার ব্যবসা ভালই হবে বলেই মনে করা হচ্ছে।


তবে সবথেকে বড় সমস্যা তৈরি করেছে সোনার দামের বৃদ্ধি। এখান থেকে দেখতে হলে যেখানে ১০ থেকে ১৫ শতাংশ দাম বেড়েছে সেখান থেকে সোনা কেনার ধুম অনেকটা কমেছে। স্থানীয়ভাবে ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লাখ ১ হাজার ৭৮ টাকা। এটি রয়েছে জুন মাসের হিসেব। অন্যদিকে জুলাইতে পা দেওয়ার পরই এই দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছে। 


ভারতের এপ্রিল থেকে জুন কোয়ার্টারে সোনার বিক্রি কমেছে ১০ শতাংশ। যেখানে বিগত বছরে এটি ছিল ১৩৪.৯ টন। সেখানে সেই চাহিদা কমেছে নোট ১৭ শতাংশ। বিগত তিন মাসের হিসেবে এই চাহিদা ক্রমেই নিচের দিকে গিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সোনার দাম ফের বাড়তে পারে সেদিক থেকে কোনও সন্দেহ নেই। সেখান থেকে দেখতে হলে মোট সোনার পরিমান হতে পারে ২৪৮.৩ টন। 


কলকাতায় আজ সোনার দাম
২২ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ৯১৭০ টাকা, গতকালের থেকে ৪০ টাকা কমলো। ১০ গ্রাম সোনার দাম ৯১৭০০ টাকা, গতকালের থেকে ৪০০ টাকা কমলো। ১০০ গ্রাম সোনার দাম ৯১৭০০০ টাকা, গতকালের থেকে ৪০০০ টাকা কমলো।

২৪ ক্যারেট ––১ গ্রাম সোনার দাম ১০০০৩ টাকা, গতকালের থেকে ৪৫ টাকা কমলো। ১০ গ্রাম সোনার দাম ১০০০৩০ টাকা, গতকালের থেকে ৪৫০ টাকা কমলো। ১০০ গ্রাম সোনার দাম ১০০০৩০০ টাকা,গতকালের থেকে ৪৫০০ টাকা কমলো।
১৮ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ৭৫০৩ টাকা, গতকালের থেকে ৩৩ টাকা কমলো। ১০২ গ্রাম সোনার দাম ৭৫০৩০ টাকা, গতকালের থেকে ৩৩০ টাকা কমলো। ১০০ গ্রাম সোনার দাম ৭৫০৩০০ টাকা, গতকালের থেকে ৩৩০০ টাকা কমলো।

আরও পড়ুন: ২৫ শতাংশ শুল্কের সরাসরি প্রভাব ভারতের শেয়ার বাজারে, মাথায় হাত বিনিয়োগকারীদের


আজ হায়দরাবাদে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯১৭০০ টাকা, গতকালের থেকে ৪০০ টাকা কমলো।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রাম সোনার দাম ১০০০৩০ টাকা, গতকালের থেকে ৪৫০ টাকা কমলো।
আজ পাটনায় সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯১৭৫০ টাকা।গগতকালের থেকে ৪০০ টাকা কমলো।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ১০০০৮০ টাকা। গতকালের থেকে ৪৫০ টাকা কমলো।


আজ মুম্বাইয়ে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯১৭০০ টাকা, গতকালের থেকে ৪০০ টাকা কমলো।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রাম সোনার দাম ১০০০৩০ টাকা, গতকালের থেকে ৪৫০ টাকা কমলো।
আজ দিল্লিতে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯১৬৫০ টাকা। গতকালের থেকে ১০০ টাকা কমলো।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯৯৯৭০ টাকা। গতকালের থেকে ১১০ টাকা কমলো।