আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সোনার দামে যে হেরফের হয়েছে সেখান থেকে দেখা গিয়েছে ঘরোয়া বাজারে খানিকটা হলেও কমেছে সোনার দাম। যদিও এটি খুবই সামান্য তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বের বাজারে সোনার দামের এখন বিরাট হেরফের চলছে। এর প্রধান কারণ হিসেবে ধরা যেতে পারে মার্কিন ডলারকে।


যেখানে ডলারের সঙ্গে তুলনা করে সোনার দাম কমেছে। সেদিক থেকে দেখতে হলে এই দামের সঙ্গে হিসেব করে রূপোর দাম অনেকটা বেড়েছে। তাহলে রূপো কী সোনার থেকে বেশি দামী। শুক্রবার ১০ গ্রাম সোনার দাম কমেছে ০.৩০ পয়সা। সেখানে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৪৯০ টাকা। অন্যদিকে যদি রূপোর দিক থেকে বিচার করা হয় তাহলে সেখানে দেখা যাবে এই হার রয়েছে ০.১০ পয়সা। তাই রূপোর দাম সেখানে হয়েছে ১ লাখ ১১ হাজার ৭৪৮ টাকা প্রতি কেজি।


সোনার দামের সঙ্গে নজর থাকে মার্কিন ডলারের ওপর। ডলারের দাম যদি ওঠানামা করে তাহলে সেখান থেকে সোনা এবং রূপোর মতো ধাতুর দামও ওঠানামা করবে সেটাই স্বাভাবিক। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তার দেশ থেকে বেশিরভাগ লাভের অংশ তিনি বাইরে যেতে দেবেন না। ফলে সেখান থেকে সোনা এবং রূপোর দিকে সকলের নজর থাকবে সেটাই স্বাভাবিক। 


বিশেষজ্ঞরা মনে করছে এই সময় যদি আপনি সোনা বা রূপো কেনেন তাহলে সেটি আপনার পক্ষে কতটা ভাল বা খারাপ হতে পারে। তারা মনে করছেন সোনা বরাবরই মানুষকে নির্ভরতা দিয়েছে। সেদিক থেকে দেখতে হলে যদি কেউ সোনাতে বিনিয়োগ করে অর্থাৎ ঘরে সোনা মজুত করে রাখে তাহলে সেটি তার পক্ষে মোটেই খারাপ হবে না। এই হলুদ ধাতুর জোর হাতে থাকলে যেকোনও সময় তাকে কাজে লাগিয়ে যেকোনও দরকারি কাজ করে নেওয়া যায়। 


অন্যদিকে মার্কিন ডলারের হিসেব অনুসারে রূপোর দামও অনেকটা বেড়েছে। সেদিক থেকে দেখলে সোনার পাশাপাশি আপনি রূপোতেও বিনিয়োগ করতে পারেন। সোনার মতে এত বেশি হারে সুবিধা না হলেও অসময়ে তাকেও কাজে লাগানো যেতে পারে। যদি সোনা এবং রূপো কোনও দেশের হাতে বেশি থাকে তাহলে তারা বাকি দেশকে পিছনে ফেলে দেবে। তাই বিগত কয়েক বছরে ভারত সোনা এবং রূপোতে অনেক বেশি টাকা বিনিয়োগ করে তাকে নিজের ঘরে মজুত করেছে।


বর্তমানের হিসেব যদি দেখা যায় তাহলে মার্কিন দেশের হাতে সবথেকে বেশি সোনা মজুত করা রয়েছে। তার সঙ্গে তাল রেখে বাকি দেশগুলিও এই পথে হাঁটছে। সেদিক থেকে দেখতে হলে ভারত এবার নিজের ঘরে সোনা মজুত করার দিকে জোর দিয়েছে। 

আরও পড়ুন:  এই আছে-এই নেই, চোখের পলকে ভ্যানিশ, জলের নিচে এদের অবহেলা করবেন না


এই দুই ধাতুকে যদি আপনি মজুত করেন তাহলে সেটা আগামীদিনে আপনার কাছে বিরাট ক্ষমতা হয়েই থাকবে। সেখানে লোকসানের কোনও পথ নেই। তাই বিশেষ কিছু না ভেবে আগে থেকেই সোনা-রূপোকে নিজের ঘরে নিয়ে আসুন। সেখানে বেশি দেরি করবেন না। সোনাকে মজুত করার জন্য যদি আপনি ধীরে চলো নীতি নেন তাহলে আগামীদিনে সোনার দাম আরও বাড়বে, তখন সেখানে আপনার কিছুই করার থাকবে না।