আজকাল ওয়েবডেস্ক: কলেজের উদীয়মান ইঞ্জিনিয়ারদের কেরিয়ার গড়ার সুবিধার্থে দুই দিনের টেকনিক্যাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে গেল টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউনে। গত  ৪ এবং ৫ আগস্ট ‘টেক সিনার্জি ২০২৫: এআই হরাইজন অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন’ শীর্ষক এই  সিম্পোজিয়াম আয়োজন করেছিল টেকনো ইন্টারন্যাশনাল নিউটউন এর ট্রেনিং এন্ড প্লেসমেন্ট বিভাগ। সহযোগিতায় ছিল কলেজের আইটি বিভাগ এবং আইআইপি সেল। 

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহন শ্রীধরন, মাইক্রোসফটের শ্রী সৃজিত বোস, টিসিএসের শ্রী নীলাদ্রি রায়, এলটিআইমাইন্ডট্রি থেকে শ্রী পরিচয় দাস প্রথম দিনের বক্তা হিসাবে ছিলেন। দ্বিতীয় দিনের বক্তা ছিলেন আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের শ্রী রূপক গাঙ্গুলি, আইবিএমের শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী, লেক্সমার্কের শ্রী অনুরাগ কীর্তি ও কগনিজেন্টে থেকে শ্রী জীবেন্দু মজুমদার।

এখন ডিগ্রির চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের নিজস্ব দক্ষতা বুঝতে হবে সঙ্গে সঙ্গে নিত্যনতুন টেকনোলজি নিয়ে চর্চা করতে হবে। কলেজের অধ্যক্ষ ড. অয়ন চক্রবর্তী বলেন, “শিক্ষার্থীদের মধ্যে  আধুনিক প্রযুক্তির সচেতনতা তৈরির জন্য এই ধরণের প্রোগ্রাম প্রয়োজন।“

ট্রেনিং এন্ড প্লেসমেন্ট বিভাগের প্রধান শ্রী সৌম্য দাস বলেন, “আমরা ইন্ডাস্ট্রির বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি ও পরিবেশের ব্যাপারে ওয়াকিবহল। সেই মতো কলেজ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই কর্মশালায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও ড. শঙ্কু বোস,  ডিরেক্টর ড.অরিন্দম রায়, কলেজের সহকারী রেজিস্টার সোমা চ্যাটার্জী ঘোষ, কলেজের অ্যাকাডেমিক কোর্ডিনেটর ড.স্বাগত পাল, ড.মিলন বসু ও সৌরভ মহাপাত্র ছাড়াও আরও অনেকেই।