১৩ বছর পর ফের ভারতে বিশ্ববিখ্যাত স্প্যানিশ তারকা এনরিকে ইগলেসিয়াস। অবশ্য বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল, ভারতে অনুষ্ঠান করতে আসছেন তিনি। আর এক রাতেই যেন মুম্বইয়ের আকাশে নামল লাতিন আগুন। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত এই পপ তারকার কনসার্টে হাজির ছিলেন প্রায় ২৫ হাজার উন্মত্ত দর্শক। তিন ঘণ্টার শো-তে এনরিকে যখন গাইছিলেন তাঁর কালজয়ী হিট ‘হিরো’, ‘রিং মাই বেল’, ‘বাইলামোস’, ‘বেবি আই লাইক ইট’-এর মতো সব গান, তখন গোটা মাঠ একসঙ্গে গলা মেলাচ্ছিল তাঁর সঙ্গে। অনুষ্ঠানের দর্শকাসনে মালাইকা অরোরা সোনল চৌহান, মন্দানা করীমী, বিদ্যা বালন, জ্যাকি ভগনানী, রুবীনা দিল্যাক, অভিনব শুক্লকে দেখা গিয়েছে।
আলো, সুর, আর পাগল করা ভিড়! এনরিক ইগ্লেসিয়াসের মুম্বই কনসার্টে যেন বিদ্যুৎ বয়ে গিয়েছিল মুহূর্তে মুহূর্তে। কিন্তু পপস্টারের সুরে মজে কেউ খেয়ালই করেননি, একটি বড় চোরচক্র তখন সেখানে দ্রুত হাতসাফাই করছে নিখুঁত পরিকল্পনায়! পুলিশের সূত্রে জানা গিয়েছে, বান্দ্রা কুরলা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে আয়োজিত ওই কনসার্টে কমপক্ষে ৭৩টি মোবাইল ফোন উধাও হয়েছে, যার মোট বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা! শুক্রবার পর্যন্ত সাতটি পৃথক এফআইআর দায়ের হয়েছে থানায়। চুরি যাওয়া ফোনগুলির মালিকদের মধ্যে রয়েছেন একজন মেকআপ আর্টিস্ট, এক হোটেল ব্যবসায়ী, কয়েকজন ছাত্রছাত্রী, এক সাংবাদিক এবং একাধিক ব্যবসায়ী।
কনসার্টের টিকিটের দাম শুরু হয়েছিল ৭,০০০ টাকা থেকে, আর দর্শকসংখ্যা ছিল প্রায় ২৫,০০০। ৫০ বছর বয়সি এই গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়ক মঞ্চে ৯০ মিনিটেরও বেশি সময় পারফর্ম করেন। গেয়েছেন “হিরো”, “বেইলামোস”, আর তাঁর অন্য বিখ্যাত জনপ্রিয় সব গান। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ এক উত্তেজিত ভক্ত নিজের ফোন ছুঁড়ে দেন মঞ্চের দিকে। এনরিকে মাইক্রোফোন হাতে রেখেই চটপট ফোনটি ধরে ফেলেন, হাসিমুখে সেলফি তোলেন, ‘শান্তির চিহ্ন’ দেখিয়ে ফোনটি ফিরিয়ে দেন জনতার দিকে। কিন্তু ঠিক সেই সময়, ভিড়ের মধ্যেই একদল চোর সক্রিয় ছিল, মুহূর্তে উধাও হতে থাকে ফোনের পর ফোন।
পুলিশ জানিয়েছে, কনসার্ট চলাকালীন চোরেরা ভিড়ের মধ্যে একসঙ্গে কাজ করে একাধিক দর্শকের ফোন পকেট থেকে উধাও করে ফেলে। অনেকেই গান শেষ হওয়ার পর বুঝতে পারেন, তাঁদের দামি স্মার্টফোন গায়েব!
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর। কেউ লিখেছেন, “আমি হিরো-তে গলা মেলাচ্ছিলাম, আর ততক্ষণে আমার ফোনটা উধাও!”
এনরিকের দল অবশ্য জানিয়েছে, গায়ক মঞ্চের কাছে পড়ে যাওয়া কয়েকটি ফোন নিজে হাতে ফিরিয়ে দিয়েছিলেন ভক্তদের। তবে বাকিদের ফোনের খোঁজ মেলেনি এখনও। মুম্বই পুলিশের তদন্ত চলছে। বড় ভিড়ের অনুষ্ঠানে চোরচক্র সক্রিয় থাকার পুরনো নজির থাকলেও, এক রাতেই ২৪ লক্ষ টাকার চুরি, এ ঘটনা বলিউড শহরে নতুন রেকর্ডই গড়ল!
