নিজস্ব সংবাদদাতা: স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান'-এর। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। 'সন্তান' দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সকলে। বিরতিতেও হল থেকে বেরোতে পারলেন না কেউই। পুরো ছবি দেখে কী জানালেন অভিনেতা অঙ্কুশ হাজরা?
বর্তমান সময়ে মা-বাবার সঙ্গে সন্তানদের দূরত্ব যেন ক্রমশ বাড়ছে,এই ঘটনায় যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটাই দেখাবে 'সন্তান'। রাজ চক্রবর্তী বিভিন্ন ধরনের ছবি বানালেও প্রথমবার ফ্যামিলি ড্রামা বানালেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অহনা দত্ত সহ একাধিক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।
এদিন 'সন্তান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে যথাসময়ে হাজির হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, ছিলেন ঐন্দ্রিলা সেনও। এসেই রাজ চক্রবর্তীর গালে চুমু খেলেন অঙ্কুশ, বাদ গেলেন না রাজও। একে অপরকে জড়িয়ে ধরে ছবি দেখতে ঢুকলেন। ছবি শেষে হল থেকে বেরোনোর সময় আবেগপ্রবণ ছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দু'জনেই।
অঙ্কুশের কথায়, "এই ছবি নিয়ে একটাই কথা বলতে পারি এই বছরের সেরা ছবি সন্তান।" অন্যদিকে ঐন্দ্রিলার কথায়, "আমাদের যাদের মা-বাবার মধ্যে কেউ একজন নেই, তাঁরা এই ছবিটা দেখে চোখের জল আটকে রাখতে পারবেন না, আমিও পারিনি।" তবে হল থেকে বেরিয়ে নিজের মায়ের কথা মনে করে কেঁদে ফেললেন কৌশানী, বনি সামলালেন অভিনেত্রীকে। এদিন অনেকের চোখেই দেখা গেল জল।
রাজ চক্রবর্তী কথায়, "এই ছবি আমি সেই সকল বাবা-মায়েদের জন্য তৈরি করছি যারা সন্তানের থেকে দূরে থাকেন, বৃদ্ধাশ্রমে থাকেন। সন্তানদের থেকে দূরত্ব যে মা-বাবার মনে কতটা কষ্ট তৈরি করতে পারে সেটাই দেখাবে এই ছবি।"
