নিজস্ব সংবাদদাতা: কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে শেষবার গিয়েছিল প্রবীণ অভিনেতা চন্ডীদাস কুমারকে। এতদিনের দীর্ঘ বিরতির পর অবশেষে ধারাবাহিককে ফিরছেন জনপ্রিয় অভিনেতা। ঠিক কী কারণে নিয়েছিলেন এতদিনের বিরতি তা নিজেই জানালেন অভিনেতা।

 

 

 

গত বছর ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই জানতে পারেন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। সেই সময় বাধ্য হয়েই শুটিং ছাড়েন। এরপর অস্ত্রপচার হয় অভিনেতার। যদিও এখন তিনি সুস্থ আছেন। এর মাঝে একাধিক ধারাবাহিকের প্রস্তাব এলেও শারীরিক অসুস্থতার কারণে করতে পারেননি তিনি। 

 

 

 

তবে এবার সুস্থ হয়ে রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে ফিরছেন চন্ডীদাস কুমার। 'হিমঘর' ছবির মাধ্যমে টলিউডের যাত্রা শুরু এই প্রবীণ অভিনেতার। এরপর দূরদর্শনের 'সীমানা ছাড়িয়ে' ধারাবাহিকের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন। অনেক বছর চাকরি করার পর অবশেষ অভিনয় শুরু করেন চন্ডীদাস কুমার। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

 

 

 

তবে শারীরিক কারণে কিছুদিনের জন্য বিরতি নিতে হলেও আবারও কাজ শুরু করার সুখবর দিলেন এই প্রবীণ অভিনেতা। আসন্ন ধারাবাহিকে দাদুর চরিত্রেই অভিনয় করবেন তিনি। অভিনেত্রী কুমকুমের বিপরীতে বহুদিন পর কাজ, সব মিলিয়ে কাজ নিয়ে উচ্ছ্বসিত তিনি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে উষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়কে। ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে থাকলেও পারিবারিক কারণে তা হয়ে ওঠেনি, সে আক্ষেপ সারাজীবন থেকে যাবে বলেও জানালেন এই অভিনেতা। তবে অভিনয়ের মাধ্যমে দর্শকের যে ভালবাসা পেয়েছেন, সেটাই তাঁর জীবনের প্রাপ্তি বলে বিশ্বাস করেন।