নিজস্ব সংবাদদাতা থিয়েটার থেকে সিনেমা, সিরিয়ালের পর্দায় একচেটিয়া যাঁর অভিনয় বরাবর দর্শকদের মন ছুঁয়েছে তিনি অভিনেতা কৌশিক সেন। এখন অভিনেতার হাতে রয়েছে বেশ কিছু চরিত্র। চরিত্রগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ফাঁকে আজকাল.ইনকে মনের কথা বললেন অভিনেতা।
আসছে পরিচালক রূপক চক্রবর্তীর আগামী ছবি "১০ই জুন"। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন। এবার কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? অভিনেতা জানালেন, "চরিত্রটির মধ্যে একটা ধূসর ভাব আছে। একজন প্রফেসরের চরিত্র। যাঁর পড়ানোর ধরন এবং শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশার ধরনের কারণে সবার কাছে প্রিয় এই প্রফেসর। কিন্তু তাঁকে বোঝা সহজ নয়।" কেন? "এখানেই তো রয়েছে রহস্য।"
"১০ই জুন" আপাতভাবে থ্রিলার ঘরানার ছবি সেটা স্পষ্ট।
অন্যদিকে, কৌশিক সেন আর পাওলি দামকে পর্দা ভাগ করতে দেখা যাবে একটি সিরিজে। প্রসঙ্গ উঠতেই অভিনেতা জানান, " অরিত্র সেন-এর পরিচালনায় "আড্ডা টাইমস" ওয়েব প্লাটফর্মে আসছে "জুলি"। সেখানে এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমায়।" চরিত্রে রাজনীতির ছোঁয়ার সঙ্গে থাকবে বেশ কিছু রহস্য।
প্রসঙ্গত, "জুলি" ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় থাকছেন পাওলি দাম। এই সিরিজে শুধুই রাজনীতি নয়, উঠে আসবে নারী ক্ষমতায়নের গল্প। সিরিজের গল্পে দেখা যাবে মানব পাচারচক্রে জড়িয়ে একসময় যৌনপল্লীতে ঠাঁই হয় "জুলি" পাওলির। তারপর সেই জুলিই একদিন রাজনীতিতে এসে ক্ষমতা দখল করে।
সিরিজে কৌশিক সেন, পাওলি দাম ছাড়াও সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায় ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে।
নতুন চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক সেন জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আসন্ন ছবি "ম্যাডাম সেনগুপ্ত"-তে তাঁকে নিয়েই রহস্য ছড়ায়। সেখানে নাট্যকারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
নতুন কাজের প্রতিটা চরিত্রেই থ্রিলারের ছোঁয়া, কখনও কী গোয়েন্দা চরিত্রে নিজেকে দেখতে চেয়েছেন? উত্তরে হালকা হেসে অভিনেতার জবাব, "আমার অভিনয় করতেই ইচ্ছে করে না। একমাত্র থিয়েটারের মঞ্চে অভিনয় করতে ভালোবাসি। তবে আমাদের দেশে শুধু থিয়েটার করে পেট চলে না। তাই কেউ চাকরির পাশাপাশি থিয়েটার করেন আবার আমার মতো কেউ অন্য ক্ষেত্রে অভিনয়ের সঙ্গে থিয়েটার করেন।
আসছে পরিচালক রূপক চক্রবর্তীর আগামী ছবি "১০ই জুন"। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন। এবার কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? অভিনেতা জানালেন, "চরিত্রটির মধ্যে একটা ধূসর ভাব আছে। একজন প্রফেসরের চরিত্র। যাঁর পড়ানোর ধরন এবং শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশার ধরনের কারণে সবার কাছে প্রিয় এই প্রফেসর। কিন্তু তাঁকে বোঝা সহজ নয়।" কেন? "এখানেই তো রয়েছে রহস্য।"
"১০ই জুন" আপাতভাবে থ্রিলার ঘরানার ছবি সেটা স্পষ্ট।
অন্যদিকে, কৌশিক সেন আর পাওলি দামকে পর্দা ভাগ করতে দেখা যাবে একটি সিরিজে। প্রসঙ্গ উঠতেই অভিনেতা জানান, " অরিত্র সেন-এর পরিচালনায় "আড্ডা টাইমস" ওয়েব প্লাটফর্মে আসছে "জুলি"। সেখানে এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমায়।" চরিত্রে রাজনীতির ছোঁয়ার সঙ্গে থাকবে বেশ কিছু রহস্য।
প্রসঙ্গত, "জুলি" ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় থাকছেন পাওলি দাম। এই সিরিজে শুধুই রাজনীতি নয়, উঠে আসবে নারী ক্ষমতায়নের গল্প। সিরিজের গল্পে দেখা যাবে মানব পাচারচক্রে জড়িয়ে একসময় যৌনপল্লীতে ঠাঁই হয় "জুলি" পাওলির। তারপর সেই জুলিই একদিন রাজনীতিতে এসে ক্ষমতা দখল করে।
সিরিজে কৌশিক সেন, পাওলি দাম ছাড়াও সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায় ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে।
নতুন চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক সেন জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আসন্ন ছবি "ম্যাডাম সেনগুপ্ত"-তে তাঁকে নিয়েই রহস্য ছড়ায়। সেখানে নাট্যকারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
নতুন কাজের প্রতিটা চরিত্রেই থ্রিলারের ছোঁয়া, কখনও কী গোয়েন্দা চরিত্রে নিজেকে দেখতে চেয়েছেন? উত্তরে হালকা হেসে অভিনেতার জবাব, "আমার অভিনয় করতেই ইচ্ছে করে না। একমাত্র থিয়েটারের মঞ্চে অভিনয় করতে ভালোবাসি। তবে আমাদের দেশে শুধু থিয়েটার করে পেট চলে না। তাই কেউ চাকরির পাশাপাশি থিয়েটার করেন আবার আমার মতো কেউ অন্য ক্ষেত্রে অভিনয়ের সঙ্গে থিয়েটার করেন।
