এখন বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন। হিন্দি ছবির নায়ক-নায়িকার থেকেও সম্পত্তির তুলনায় অনেকটা এগিয়ে টেলিভিশনের তারকারা। ধনী টেলিভিশন তারকাদের মধ্যে অন্যতম কপিল শর্মা। 'নেটফ্লিক্স'-এ তাঁর 'দ্য কপিল শর্মা শো' দর্শকের থেকে ব্যাপক খ্যাতি পেয়েছে। যদিও শুধু টেলিভিশন নয়, ছবির জগতেও নাম করেছেন কপিল। জানা যাচ্ছে, তাঁর সর্বমোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটির কাছাকাছি।
2
6
করণ কুন্দ্রা টেলিভিশন তারকা হিসাবে যথেষ্ট খ্যাতি পেয়েছেন। বিভিন্ন শোয়ে তাঁকে দেখতে দারুণ পছন্দ করেন দর্শক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, করণের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯১ কোটি।
3
6
দর্শক মহলে জনপ্রিয়তা শিখরে 'তারক মেহতা কা উল্টা চশমা' শো'টি। এই শোয়ে 'জ্যাঠালাল'-এর চরিত্রে অভিনয় করছেন দীলিপ যোশী। জানা যাচ্ছে, তাঁর সর্বমোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৭ কোটি।
4
6
অভিনেত্রী তেজস্বী প্রকাশের জনপ্রিয়তা দর্শক মহলে ব্যাপক। করণ কুন্দ্রার সঙ্গে প্রেম নিয়ে চর্চায় থাকেন তিনি। তেজস্বীর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ২৫ কোটি।
5
6
বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালি। জানা যাচ্ছে, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০-২৫ কোটি।
6
6
গৌরব খান্নাও বিভিন্ন শোয়ে অভিনয় করে দর্শকের মন জিতেছেন। এমনকী সমাজমাধ্যমেও তাঁর অনুরাগীদের সংখ্যা প্রচুর। জানা গিয়েছে, গৌরবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ কোটি।